বিনোদন
বিশ্রামে তটিনী
স্টাফ রিপোর্টার
১৩ মে ২০২৫, মঙ্গলবার
হাল সময়ের টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী এখন ভালো আছেন। রোববার শুটিংয়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি। এদিন চট্টগ্রামে ঈদের একটি নাটকের শুটিং করছিলেন তটিনী। সেখানেই দুর্ঘটনার শিকার হন তিনি। এ তথ্য জানিয়েছেন তটিনীর সহশিল্পী অভিনেতা তৌসিফ মাহবুব। তিনি জানান, ঈদের একটি নাটকের শুটিং চলছিল। সেখানে মাথায় আঘাত পেয়েছেন তটিনী। পরে হাসপাতালে নেয়া হয়েছে তাকে। তৌসিফ মাহবুব বলেন, চট্টগ্রামে আমরা ঈদের জন্য একটি নাটকের শুটিং করছিলাম। সন্ধ্যায় সেটের একটি লাইট স্ট্যান্ড তটিনীর মাথার ওপর পড়ে যায়। এতে আঘাত পেয়েছেন তিনি। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে। বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন তটিনী। জানা গেছে, চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশের একটি বাংলোতে ‘মন মঞ্জিলে’ নামের একটি নাটকের শুটিং করছিলেন অভিনেত্রী তটিনী ও অভিনেতা তৌসিফ। সেখানেই এমন ঘটনা ঘটে। এ ঘটনায় চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় চোট লেগেছে। এখন সম্পূর্ণ বিশ্রামে থাকবেন অভিনেত্রী। যার কারণে শুটিংয়ে কয়েকটা দিন অংশ নিতে পারবেন না তিনি।