বিনোদন
চিলিতে হবে ‘পাঠান-২’
বিনোদন ডেস্ক
১৩ মে ২০২৫, মঙ্গলবার
২০২৩ সালে ‘পাঠান-২’ এর মাধ্যমে শাহরুখ খানের দ্রুত কামব্যাক দেখেছিল তার ভক্তরা। অবশেষে কাজ শুরু হয়েছে যশরাজের স্পাইভার্সের জনপ্রিয় এই চরিত্রকে ফের পর্দায় ফেরানোর। চিলিতে হতে যাচ্ছে ছবিটির শুটিং। অভিনেতা অংশুমান ঝা বলেন, যশরাজ ফিল্মস আগামী বছর চিলিতে ‘পাঠান-২’ ছবিটির শুটিং করবে।