বিনোদন
আবেগঘন বার্তা বুবলীর
স্টাফ রিপোর্টার
১৩ মে ২০২৫, মঙ্গলবার
‘বিশ্ব মা দিবস’ ছিল গত রোববার। এদিন সামাজিক মাধ্যম ছেয়ে যায় মায়েদের ছবিতে। সন্তানরা ছবি পোস্ট করে শ্রদ্ধা ও ভালোবাসা জানান মাকে। তারকারাও মায়েদের নিয়ে পোস্ট দিয়েছেন দিনটিতে। তবে, সবচেয়ে আলোচিত ছিল যার পোস্ট, তিনি চিত্রনায়িকা শবনম বুবলী। কারণ দুইজন বিশেষ নারীর প্রতি কৃতজ্ঞতা আর ভালোবাসা জানালেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এ নায়িকা। নিজের জন্মদাত্রী মায়ের পাশাপাশি প্রাক্তন শাশুড়িকে (শাকিব খানের মা) সম্মান জানিয়ে সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তা প্রকাশ করেছেন তিনি। বিশেষ এই দিনে বুবলী তার ফেসবুক পেজে দু’টি ছবি শেয়ার করেন। একটি তার নিজের মায়ের, অন্যটি শাকিব খানের মায়ের। সঙ্গে লেখেন, দু’জন সুন্দর, পরিশ্রমী এবং স্নেহময়ী মা! আল্লাহ্ যেন আপনাদের সব সময় সুস্থ রাখেন। পৃথিবীর সব মায়েদের প্রতি রইলো মা দিবসের আন্তরিক শুভেচ্ছা। বুবলীর এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার প্রশংসা করে বলছেন, তিনি শাকিবের মাকে নিজের মায়ের মতোই ভালোবাসেন। আবার অনেকে মন্তব্য করেছেন, এটা হয়তো শাকিব খানের দৃষ্টি আকর্ষণের চেষ্টা। শাকিব খান ও শবনম বুবলীর সম্পর্ক বহুবার আলোচনায় এসেছে। ২০১৮ সালে শাকিব-বুবলীর বিয়ে হয় গোপনে। ২০২০ সালে মা হন অভিনেত্রী। যদিও অনেক পরে সেই খবর প্রকাশ্যে আনেন তারা। যদিও শাকিব ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, অপু বিশ্বাস ও বুবলীর সঙ্গে এখন তার কোনো সম্পর্ক নেই। তারা দু’জনই তার অতীত। তবে, দুই ঘরের দুই সন্তানের প্রতি সব সময়ই নিজের ভালোবাসা প্রকাশ করে আসছেন বাবা শাকিব খান।