খেলা
১৬৯ রানে থামলো বাংলাদেশ
স্পোর্টস রিপোর্টার, মিরপুর (ঢাকা) থেকে
(১ বছর আগে) ৭ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ১১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৪ পূর্বাহ্ন

সিরিজে টিকে থাকার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এছাড়া ৪০ রান আসে ওপেনার ফারজান হক পিংকির ব্যাট থেকে।
বাংলাদেশের দলীয় সংগ্রহ ১০০ পার
বাংলাদেশের দলীয় সংগ্রহ ১০০ পার হয়েছে। তবে এর মধ্যে দুর্ভাগ্যজনক রান আউট হয়ে ফিরেছেন ওপেনার ফারজানা হক পিংকি। দলীয় ৯২ রানে ফেরার আগে ৮৮ বলে ৩ চারে ৪০ রান করেন তিনি। নতুন ব্যাটার হিসেবে উইকেটে এসেছেন ফাহিমা খাতুন। অন্যপ্রান্তে ২৯ রান নিয়ে ব্যাটিং করচেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৩৩.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৩ রান।
২৫ ওভারে বাংলাদেশ ৬৩/২
প্রথম ম্যাচ হারায় সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই বাংলাদেশ নারী দলের। এমন বাঁচা মরার লড়াইয়ে আগে ব্যাটিং করতে নেমে ২ উইকেট হারিয়ে প্রথম ২৫ ওভারে বাংলাদেশের স্কোরবোর্ডে যোগ হয়েছে ৬৩ রান।
এদিন মিরপুরে ইনিংসের ২১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১৮ বলে ১২ রান করেন মুর্শিদা খাতুন। এরপর দলের হাল ধরেন সোবহানা মিস্ত্রি ও ফারজানা হক পিংকি। ইনিংসের ৭ম ওভারে দলীয় ৪৩ রানে ফেরার আগে ৩৫ বলে ১৬ রান করেন সোবহানা।
বাংলাদেশ একাদশ- সোবহানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মনি, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার ও নিশিতা আক্তার নিশি।
পাকিস্তান একাদশ- সিদরা আমিন, সাদাফ শামস, বিসমাহ মারুফ, নিদা দার (অধিনায়ক), ইরাম জাভেদ, আলিয়া রিয়াজ, নাজিহা আলভি, উম্মে-ই-হানি, দিয়ানা বেগ, নিশরা সান্ধু ও সাদিয়া ইকবাল।