খেলা
সাকিব-হাথুরুর বিদায়ই সমাধানের পথ নয়, বললেন রমিজ রাজা
ইশতিয়াক পারভেজ, দিল্লি (ভারত) থেকে
৭ নভেম্বর ২০২৩, মঙ্গলবার
বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই। খুব বেশি চাপ নেই এই ম্যাচ নিয়ে। দুই দলেরই সেমিফাইনালে খেলার আশা শেষ। তবে অন্য কারণে এক বিন্দুতে দাঁড়িয়ে দু’দল। দুই দলেরই চোখ ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়ার যোগ্যতা অর্জন করা। এ নিয়ে চাপটা বেশি আসলে টাইগারদেরই। কারণ, শেষ ৭ ম্যাচের মধ্যে তারা হেরেছে টানা ৬টিতেই। সাকিব আল হাসানদের এতটাই বাজে অবস্থা যে কলকাতায় তাদের রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডসের মতো আইসিসির সহযোগী দেশ। যারা কিনা এবারের ওয়ানডে বিশ্বকাপে এসেছে বাছাই পর্ব খেলে। ক্রিকেটে যদিও কোনও দলকেই ছোট করে দেখার সুযোগ নেই। কিন্তু তাই বলে কলকাতার মাটিতে অনেকটাই পরিচিত কন্ডিশনে ইউরোপিয়ান প্রতিপক্ষ ডাচদের কাছে হার মেনে নেয়া ভীষণ কঠিন। যেখানে বাংলাদেশ আইসিসি’র ওয়ানডে সুপার লীগে ৩ নম্বরে থেকে নিশ্চিত করেছিল বিশ্বকাপে খেলা। সেই দলটির কেন এমন পারফরম্যান্স! দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের প্রেসবক্সের পাশে আইসিসি’র আন্তর্জাতিক ধারাভাষ্য কক্ষ। সেখানে উপস্থিত, আতহার আলী খান, ওয়াকার উইনুস, ইয়ান বিশপ। সেখানে ছিলেন বাংলাদেশ ক্রিকেটকে ফলো করা পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজাও। লবিতে দেখা হয়ে গেলো তার সঙ্গে। পাশাপাশি হাঁটতে হাঁটতেই তার কাছে জানতে চাওয়া হলো তিনি কিভাবে মূল্যায়ন করবেন বাংলাদেশের এইবারের পারফরম্যান্স? রাজার স্পষ্ট উত্তর, ‘আমি হতবাক। আমার চিন্তাই ছিল না বাংলাদেশ দল এতটা খারাপ করবে!’ চলতি বিশ^কাপে বাংলাদেশ দলের এমন ভরাডুবি আর ব্যর্থতার জন্য দায়ী করা হচ্ছে অধিনায়ক সাকিব আল হাসান ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভুলে ভরা রণকৌশল আর ব্যাটিং অর্ডার নিয়ে তাদের একের পর এক বাজে সিদ্ধান্তকে। প্রতিটি ম্যাচেই টাইগারদের ব্যাটিং অর্ডারে কে কোথায় ব্যাট করবে তা যেন নিশ্চিতই ছিল না। এটাইকি তাহলে বাংলাদেশকে ডুবালো? রমিজ রাজা বলেন, ‘ব্যাটিং অর্ডার নিয়ে যা হয়েছে তা ছিল দৃষ্টিকটু। এই ভাবে প্রতিদিনই ব্যটিং অর্ডার পরিবর্তন করলে ব্যাটসম্যানদের মানসিকতায় বড় ধরনের প্রভাব পড়ে। সেই হিসেবে অবশ্যই এটা একটা কারণ হতে পারে ব্যর্থতার।’ তাহলে কি সাকিব ও প্রধান কোচই দায়ী? এই প্রশ্নে রমিজ কিছুক্ষণ ভেবে বলেন, ‘যেহেতু তাদের হাতেই দলের সব নিয়ন্ত্রণ খোলা চোখে তাদেরই দায়িত্ব নিতে হবে।’ তবে অনেক তো হয়েছে সমালোচনা। বাংলাদেশ দলের ভুলগুলো কী হয়েছে তা এখন অনেকটাই ওপেন সিক্রেট। সামনের দিকে তাকাতে হলে কি পরিবর্তন প্রয়োজন? হাথুরুর সিংহের বিদায়ের সঙ্গে সাকিবকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া? এ নিয়ে রমিজ রাজা বলেন, ‘সত্যি কথা বলতে অধিনায়ক আর কোচকে সরালেই সমাধান হবে, তা নয়। বিসিবিকেই সমাধানের পথ খুঁজতে হবে। কি কি ভুল হয়েছে বিশ্বকাপ শেষে সেগুলো নিয়ে বিস্তর আলোচনা করতে হবে। আর সবচেয়ে বড় বিষয় যাদেরই দায়িত্ব দেয়া হয় তারা যেন পরের বিশ্বকাপ পর্যন্ত কাজ করতে পারে। সে হোক অধিনায়ক আর প্রধান কোচ।’ আইসিসি’র সঙ্গে চুক্তিবদ্ধ আবার নিজের ইউটিউব চ্যানেল চালান রমিজ রাজা। যে কারণে হেসেই বললেন, আরো অনেক কিছু বলা যাবে কিন্তু আমি তো আইসিসি’র সঙ্গে চুক্তিবদ্ধ। তবে আমার ইউটিউব চ্যানেলে হয়তো একদিন বাংলাদেশ নিয়ে কথা বলবো। সেখানে হয়তো অনেক কিছুই থাকবে। কিংবা এমন কোথাও দেখা হবে যেখানে কথা বলতে কোনও বাধা থাকবে না, সেখানেই না হয় বড় একটা ইন্টারভিউ দিবো বাংলাদেশ নিয়ে।