ঢাকা, ১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিনোদন

রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল শোবিজ

ফয়সাল রাব্বিকীন
৭ নভেম্বর ২০২৩, মঙ্গলবার
mzamin

সামনেই নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক অস্থিরতা চরম আকার ধারণ করেছে। এরইমধ্যে বিএনপি ও সমমনা দলগুলো অবরোধের ডাক দিয়েছে। অবরোধকে কেন্দ্র করে বিভিন্ন যানবাহনে আগুন দেয়ার ঘটনাও ঘটেছে। সামনে কী হবে তাও অনিশ্চিত। এমন যখন অবস্থা, তখন এর প্রভাব পরিষ্কার শোবিজেও। অক্টোবর পর্যন্ত স্বাভাবিক থাকলেও চলতি নভেম্বরে শোবিজের প্রতিটি শাখায় রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়ছে। কারণ যানবাহন রাস্তায় কম থাকায় শুটিং বন্ধ করতে হচ্ছে। আবার অনেক কাজের শুটিংয়ের তারিখ পেছানো হয়েছে। প্রভাব পড়ছে সিনেমা হলেও। অবরোধ ও আন্দোলনের ফলে দর্শক যেখানে রাস্তায় নামাটাও রিস্ক মনে করছেন, সেখানে সিনেমা হলে যাওয়াতো দূরের কথা। অন্যদিকে নতুন গান প্রকাশকেও এখন উপযুক্ত সময় মনে করা হচ্ছে না। কারণ রাজনৈতিক অবস্থা ভালো না থাকলে সেখানে গান তৈরি কিংবা প্রকাশকে ব্যবসায়িক ক্ষতি বলেই মানছেন মিউজিক কোম্পানিগুলো। সব মিলিয়ে শোবিজের অবস্থা বেশ টালমাটাল। এদিকে এমন রাজনৈতিক পরিস্থিতিতেই ২১ হলে মুক্তি পেয়েছে অরুণা বিশ্বাসের প্রথম চলচ্চিত্র ‘অসম্ভব’। 

সরকারি অনুদানের ছবিটি নিয়ে পরিচালক বেশ আশাবাদী থাকলেও তাকে পরিস্থিতি মেনে নিতে হচ্ছে। অরুণা বিশ্বাস মানবজমিনকে বলেন, অবরোধের মধ্যেই আমাদের ‘অবিশ্বাস’ মুক্তি দিতে হয়েছে। কারণ আমি আর দেরি করতে চাইনি। তবে যেভাবে রাজনৈতিক অস্থিরতা যাচ্ছে তাতে ছবি মুক্তি দেয়া সত্যিই রিস্কি। তবে আমি সেই রিস্কটা নিয়েছি। আমি মনে করি সিনেমা তথা যে কোনো সংস্কৃতি চর্চার জন্য রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকা দরকার। একই তারিখে মুক্তি পেয়েছে আরেক ছবি ‘মেঘের কপাট’। এদিকে এমন অবস্থাতেই চলতি নভেম্বরে বেশকিছু ছবি মুক্তির কথা রয়েছে। এগুলো হলো- ‘যন্ত্রণা’, ‘শ্যামাকাব্য’, ‘আজব ছেলে’সহ কয়েকটি ছবি। এ ছবিগুলোর প্রযোজক-পরিচালকরাও শঙ্কায় রয়েছেন ব্যবসায়িক দিক দিয়ে। এদিকে ডিসেম্বরেও কমপক্ষে হাফ ডজন ছবি মুক্তির অপেক্ষায়, তবে সেগুলো বাতিলও হতে পারে রাজনৈতিক পরিস্থিতি এমন থাকলে।

 সিনেমার মতো অবরোধের কারণে নাটকেও প্রভাব পড়েছে।  এরইমধ্যে কমপক্ষে এক ডজন নাটকের শুটিং পেছানো হয়েছে। কারণ অবরোধের মধ্যে যাতায়াত কিংবা শুটিং করাকে ‘রিস্ক’ বলে মনে করছেন নাটকসংশ্লিষ্টরা। আবার এর কারণে নাটকের ব্যয় বাড়ারও সম্ভাবনা থাকে। এদিকে এ সময়ে গান প্রকাশকে উপযুক্ত সময় মনে করছেন না বিভিন্ন কোম্পানি। কারণ এখন সবার নজর রাজনৈতিক পরিস্থিতির দিকে। তাই গান কিংবা বিনোদন মাধ্যমের দিকে মানুষের মনোযোগ কম। তাই নভেম্বরে যে গান প্রকাশের কথা ছিল তার বেশির ভাগই বাতিল করা হয়েছে। অনেক কোম্পানি রাজনৈতিক অবস্থা স্বাভাবিক হওয়া না পর্যন্ত গানে বিনিয়োগ করবেন না বলেও মানবজমিনকে জানিয়েছেন। এদিকে ক্ষতির মুখে পড়েছেন শিল্পী ও মিউজিশিয়ানরাও। কারণ এরইমধ্যে বেশকিছু স্টেজ শো বাতিল হয়েছে অবরোধের কারণে। সামনে স্টেজের মৌসুম থাকলেও রাজনৈতিক অস্থিরতায় তা ভেস্তে যাওয়ার সম্ভাবনাই এবার বেশি মনে করছেন গান সংশ্লিষ্টরা।

বিনোদন থেকে আরও পড়ুন

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status