বিনোদন
কনসার্ট না করার সিদ্ধান্ত শ্রেয়ার
বিনোদন ডেস্ক
১১ মে ২০২৫, রবিবার
গান-বাজনা ছাড়া থাকতে পারেন না কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। আর সেই গায়িকাই গানের জলসা থেকে দূরে আছেন। ১০ই মে মুম্বইয়ে নিজের শহরবাসীদের গান শোনানোর কথা ছিল তার। শুক্রবার সমাজমাধ্যমে পোস্ট দিয়ে তিনি লেখেন, আপাতত গান-বাজনা শোনানোর মতো দেশের পরিস্থিতি নেই। তিনিও তাই মঞ্চানুষ্ঠান থেকে দূরে। তার কাছে দেশ আগে, জলসা পরে। তাই আপাতত কনসার্ট না করার সিদ্ধান্ত তার।