বিনোদন
এবার রোকেয়ার দেখা মিলবে কি!
স্টাফ রিপোর্টার
১১ মে ২০২৫, রবিবার
আসছে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৫’। তবে, আগের সিজনে এই নাটকের গুরুত্বপূর্ণ চরিত্র ছিল রোকেয়া, যাকে কখনো দেখা যায়নি। এবার তাকে দেখা যাবে কি না এ প্রসঙ্গে অমি বলেন, আসলে রোকেয়াকে আমি নিজেও এখনো দেখিনি। আগে দেখি, তারপর না হয় দর্শক দেখবে। তবে, এবার দর্শকদের সামনে রোকেয়াকে আনবেন, কিন্তু কাকে আনবেন সেটা এখনো জানেন না অমি।