বিনোদন
৩ কোটি টাকার শাকিব
স্টাফ রিপোর্টার
৯ জুলাই ২০২৫, বুধবার
১৯৯৯ সালে সোহানুর রহমান সোহানের ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মধ্যদিয়ে বড় পর্দায় অভিষেক হয় শাকিব খানের। যদিও তার আগে ‘সবাই তো সুখী হতে চায়’ সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন। সে সময়ের তরুণ নায়ক শাকিব আজকের মেগাস্টার। যদিও এই তকমা পেতে অনেক পরিশ্রম, ত্যাগ, অধ্যবসায়ের গল্প রয়েছে। শাকিব যখন প্রথম সিনেমায় আসেন তখন পারিশ্রমিক নিয়ে তেমন ভাবেননি। তবে ৫০ হাজার থেকে ১ লাখ টাকার মধ্যে ছিল তার পারিশ্রমিক। সেই শাকিবের আজ পারিশ্রমিক ৩ কোটি টাকা! ২৫ বছরের বেশি সময় এ নায়ক কাটিয়েছেন সিনেমায়। এরমধ্যে একাধিকবার অনেকেই বলেছেন, শাকিবের ক্যারিয়ার শেষ! সময় শেষ! তিনি আর পারবেন না! কিন্তু সেই সমালোচনাকে ভুল প্রমাণ করে কাজেই মনোযোগী ছিলেন এ তারকা। আর তার ফলও পেয়েছেন তার অগণিত ভক্ত-দর্শকদের কাছে। শাকিবের সর্বশেষ ছবিগুলো তাকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’, ‘বরবাদ’ ও সবশেষ ‘তাণ্ডব’- একে একে এসব ছবিতে যেন নিজেকে ছাড়িয়ে গেছেন শাকিব। ২৫ বছরের ক্যারিয়ারের পরও যে ধারাবাহিকভাবে এভাবেও সফলতা অর্জন করা যায় তার নতুন নজির স্থাপন করেছেন। ‘বরবাদ’ ও ‘তুফান’ এ শাকিব পারিশ্রমিক নিয়েছেন ১ কোটি ২০ লাখ। আর নতুন সিনেমার জন্য এ নায়ক পারিশ্রমিক নিয়েছেন দ্বিগুণেরও বেশি। সম্প্রতি ছোট পর্দার নির্মাতা আবু হায়াত মাহমুদের আগামী বছরের ঈদের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব। এতে তিনি পারিশ্রমিক নিচ্ছেন ৩ কোটি টাকা। শিরিন সুলতানার প্রযোজনায় ছবিটির বাকি বিস্তারিত জানানো হবে দ্রুতই। এর বাইরে আরও একাধিক বড় প্রস্তাব রয়েছে এ নায়কের কাছে। তবে সেগুলো নিয়ে এখনো সিদ্ধান্ত নেননি শাকিব।