বিনোদন
যুক্তরাষ্ট্রে তানভীরের দুই গানের মিউজিক ভিডিও
স্টাফ রিপোর্টার
৯ জুলাই ২০২৫, বুধবার
নন্দিত অভিনেতা নির্মাতা আফজাল হোসেনের লেখা ও তানভীর তারেক এর সুর-সংগীতে একটি গানসহ মোট দুটি গানের মিউজিক ভিডিও আসছে। দ্বিতীয় গানটি লিখেছেন তানভীর তারেক নিজে। মিউজিক ভিডিও দুটি পরিচালনা করছেন রাজ হামিদ ও টিম আসিফ আকবর। যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকো, লস অ্যানজেলেস ও ডেথভ্যালিতে এই মিউজিক ভিডিও দুটির দৃশ্যধারণ করা হয়েছে। মিউজিক ভিডিও প্রসঙ্গে তানভীর তারেক বলেন, একটানা গত কয়েক মাস বেশ কিছু মিউজিক ট্র্যাক তৈরির কাজ করেছি। ইচ্ছা আছে আমার মৌলিক গানের ১০০টি সিরিজ প্রকাশ করার। সেই প্রজেক্টেই এই গানগুলো মুক্তি পাচ্ছে। কিংবদন্তি আফজাল হোসেন আমাকে ভালোবাসেন। প্রশ্রয় দেন। এ আমার জীবনের বিরাট প্রাপ্তি। আমি তার পরিচালিত একটি চলচ্চিত্রেও মিউজিকের কাজ করেছি। সেই ভালোবাসার সূত্রেই তার একটি কবিতাকে সুরারোপ দিয়ে গান বেঁধেছি। তাকে ডেমো ট্র্যাকটিও পাঠিয়েছি। গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন নাবিলা। নাবিলা পেশায় একজন আইটি ইঞ্জিনিয়ার। সে এখানে এআই নিয়ে ক্যালিফোর্নিয়াতে কাজ করে। মিউজিক ভিডিও দুটি তৈরি হচ্ছে রাজ হামিদ এর বায়োস্কপ ও হলিউড নির্মাতা আসিফ আকবরের প্রতিষ্ঠান টিএফপি’র ব্যানারে।