বিনোদন
কালো জাদু নিয়ে ‘নসিব’
স্টাফ রিপোর্টার
৯ জুলাই ২০২৫, বুধবার
কালো জাদু নিয়ে ইউটিউব ফিল্ম ‘নসিব’ নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। এতে উঠে এসেছে প্রেম, বিশ্বাস, প্রতিশোধ আর অতিপ্রাকৃত শক্তির টানাপড়েন। ফিল্মটিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তানজিন তিশা এবং প্রিয়ন্তি উর্বি। ৭ই জুলাই সোমবার গানচিল ড্রামার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে এর ট্রেলার প্রকাশ পেয়েছে। ফিল্মটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাল্য বোস।