বিনোদন
কুড়িতে মৃত্যু চেয়েছিলেন শেফালী
বিনোদন ডেস্ক
৯ জুলাই ২০২৫, বুধবার
মাত্র ২০ বছর বয়সে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন শেফালী জারিওয়ালা। কারণ, তাকে মোটা বলে কটাক্ষ করা হয়েছিল। এমনকি, বলা হয় স্থ্থূলকায় শরীরের জন্য টিভির পর্দায় আনা হবে না তাকে। এমন প্রত্যাখ্যান পেয়ে নিজেকে ঠিক রাখতে পারেননি তিনি। বাড়ি ফিরে দু’বোতল ফ্যাট কাটার খেয়ে নেন। জানা যায়, সে সময় মাসে ১৫ দিন বিছানা ছেড়েই উঠতে পারতেন না শেফালী।