বিনোদন
ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি
স্টাফ রিপোর্টার
(৭ ঘন্টা আগে) ৯ জুলাই ২০২৫, বুধবার, ১:৩৮ অপরাহ্ন

লালন সম্রাজ্ঞী খ্যাত সংগীতশিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার খানিক উন্নতি হয়েছে। আগের থেকে ভালো আছেন তিনি। এমনটাই জানিয়েছেন তার স্বামী গাজী আব্দুল হাকিম। তিনি বলেন, ফরিদা পারভীন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন। এখন আগের চেয়ে একটু ভালো। সবাই দোয়া করবেন যেন দ্রুতই সুস্থ হয়ে যান তিনি। এদিকে গুরুতর অসুস্থ অবস্থায় গেল ৫ জুলাই থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন শিল্পী। ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অনেকদিন ধরেই কিডনি রোগে ভুগছেন ফরিদা পারভীন। সঙ্গে রয়েছে ফুসফুসের রোগসহ নানা জটিলতা। বছরের শুরুতে শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছিল তার। সেসময় আইসিইউতে ভর্তি ছিলেন তিনি।