বিনোদন
‘দীপ্ত স্টার হান্ট’ চ্যাম্পিয়ন মিষ্টি ও শাকিব
স্টাফ রিপোর্টার
১১ মে ২০২৫, রবিবার
বাংলাদেশের সর্ববৃহৎ অভিনয় প্রতিভা খোঁজার প্ল্যাটফরম ‘দীপ্ত স্টার হান্ট’। ৯ই মে রাত ১০টায় এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কে হবেন তা জানার আগ্রহ সকলের ছিল। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এবারের আসরে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেছেন কিশোরগঞ্জের মেয়ে মিষ্টি ঘোষ এবং বরিশালের ছেলে শাকিব হোসেন। এই প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হয়েছেন সিলেটের সানজিদা চৌধুরী এবং বরিশালের হাফিজ রহমান। এ ছাড়া ‘দীপ্ত স্টার হান্ট’ গ্র্যান্ড ফিনালের জমকালো আয়োজনে ছয় প্রতিযোগীর নাচ ছিল। কমেডি স্কিট এবং মিউজিক ম্যাশআপ পরিবেশন করেন সন্ধি, সভ্যতা ও কর্নিয়া। জমকালো এই আয়োজনে উপস্থিত ছিলেন- রিয়েলিটি শো’র জুরি তারিক আনাম খান, শিহাব শাহীন এবং রাফিয়াথ রশিদ মিথিলা। ছিলেন দীপ্ত টিভি’র ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক কাজী জাহিন হাসান, দীপ্ত টিভি’র সিইও তাসনুভা আহমেদ টিনা, নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, অনিমেষ আইচ, চয়নিকা চৌধুরীসহ অনেকে। এই প্রতিযোগিতায় বিজয়ীরা পাবেন- সিনেমা, ওয়েব ফিল্ম, সিরিজ ও নাটকে অভিনয়ের সুযোগ। উল্লেখ্য, ‘দীপ্ত স্টার হান্ট’-এর গ্র্যান্ড ফিনালের আয়োজনের সঞ্চালনা করেছেন রাফসান সাবাব এবং ইসমাত জেরিন চৈতি। এটি পরিচালনা করেছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র।