ঢাকা, ১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিনোদন

ক্ষোভ ঝাড়লেন সোনাক্ষী

বিনোদন ডেস্ক
১১ মে ২০২৫, রবিবার
mzamin

এবার কড়া বার্তা দিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। পাকিস্তানের নির্লজ্জ আক্রমণে জোরালো প্রত্যাঘাত ভারতে। আর এমন উত্তপ্ত আবহের সুযোগ বুঝে নেটভুবনে নানা ভুয়ো ভিডিও দাপিয়ে বেড়াচ্ছে। পিআইবি ফ্যাক্ট চেকের তরফে ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এদিকে, টিআরপি’র দৌড়ে এগোনোর জন্য নেটপাড়া থেকে সংগৃহীত পাক মুলুকের জ্বলন্ত ভিডিও দেখিয়ে বিপাকে সংবাদমাধ্যম চ্যানেলের একাংশ। ইতিমধ্যেই ফেক ভিডিও দেখানো নিয়ে কড়া নির্দেশিকা জারি হয়েছে। পাক ভারত সংঘাতের আবহে যখন দেশে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে, তখন এমন পরিস্থিতিতেই ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর একাংশের খবর পরিবেশনের পদ্ধতিকে সার্কাস বলে বিদ্রুপ করেছেন সোনাক্ষী। শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে দেয়া নির্দেশিকা শেয়ার করে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিনেত্রী। বলেন, অতি নাটকীয় সব দৃশ্য আর একনাগাড়ে শব্দের ঝঙ্কার। লোকজনের চিৎকার আর শুধুই চিৎকার। এসব দেখে আমি ক্লান্ত। আপনারা তথ্য বিকৃতি না করে নিজের কাজটা করুন শুধু। ভগবানের দোহাই যুদ্ধের খবরকে চাঞ্চল্যকর করে তোলা আর মানুষের মধ্যে আতঙ্কের আবহ সৃষ্টি করা থেকে বিরত থাকুন। ভরসাযোগ্য খবরের উৎস খুঁজে বের করুন। খবরের নামে এসব আবর্জনার স্তূপ থেকে নিজেদের দূরে রাখুন।

পাঠকের মতামত

Watch moyuk - watch rtv bangla

জনতার আদালত
১১ মে ২০২৫, রবিবার, ৬:৫৬ পূর্বাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status