বিনোদন
বুদ্ধ পূর্ণিমার বিশেষ নাটক
স্টাফ রিপোর্টার
১১ মে ২০২৫, রবিবার
দুরন্ত টিভিতে আজ প্রচার হবে বুদ্ধ পূর্ণিমার বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা সিজন-২’। পার্থ প্রতিম হালদারের পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শিশুশিল্পী আফরা, সায়ান, ঋদ্ধি, তূর্য, জুনি, কাওসার এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- আবুল হায়াত, শাহনাজ খুশী প্রমুখ। গৌতম বুদ্ধের জীবনী নিয়ে নির্মিত নাটকটি প্রচারিত হবে সকাল ১১টা ৩০ মিনিটে ও রাত ৯টায়।