ভারত
জারা প্যাটেল হয়ে গেলেন রোশমিকা মানধানা, ইন্টারনেট ব্যবহারকারীদের কেন্দ্রীয় তথ্যমন্ত্রীর সতর্ক বার্তা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৬ নভেম্বর ২০২৩, সোমবার, ৪:০৫ অপরাহ্ন
লন্ডন প্রবাসী, সামাজিক ভাবে প্রভাবশালী জারা প্যাটেল। আর ন্যাশনাল ক্রাশ বলে খ্যাত বলিউড সুন্দরী রোশমিকা মানধনা। নিমেষে নেট এর কারিকুরিতে ডিপফেক এর মাধ্যমে অদল বদল হয়ে গেলেন। কসলো পোশাকে জারা প্যাটেল ঢুকছিলেন লিফটে। লিফটে ঢোকার মুহূর্তে হয়ে গেলেন রোশমিকা মানধনা। ছবিটি ভাইরাল হয়ে গেছে। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর সোমবার দুপুরে এই ধরনের ডিপফেক যাঁরা করেন তাদের সতর্কবার্তা দিয়েছেন যে এরপর এই ধরণের ঘটনায় ভারতীয় পেনাল কোড এর ধারা অনুযায়ী মামলা আনা হবে। ছবি মরবিড করার চেষ্টাকে গুরুতর অপরাধ বলে বিবেচনা করা হবে। ইদানীং ইন্টারনেটে এক ছবির সঙ্গে অন্য ছবি জুড়ে ডিপফেক করার প্রবণতা দেখা যাচ্ছে। রাজীব চন্দ্রশেখর জারা প্যাটেল ও রোশমিকা মানধানার উদাহরণ টেনে বলেন, দুজনের যে কেউ ডিপফেক এর কারণে মামলা করতে পারতো। ইদানিং কালে ইন্টারনেটে যেভাবে দিনকে রাত করা হচ্ছে সেই সম্পর্কে সচেতন করে মন্ত্রী বলেন, নরেন্দ্র মোদি সরকার প্রগতির পথে হাঁটছে মানেই যা ইচ্ছা করার স্বাধীনতা নয়। তিনি নেট ব্যবহারকারীদের সতর্ক করে বলেন আজীবন নেট ব্যবহারের অধিকারও হারাতে হতে পারে নেট অপব্যবহারের কারণে।