খেলা
ক্যাচ নেয়ায় সবচেয়ে সফল পাকিস্তান, বাংলাদেশ কোথায়
স্পোর্টস ডেস্ক
৪ নভেম্বর ২০২৩, শনিবার
ফিল্ডিংয়ের জন্য পাকিস্তান দল প্রশংসা পায় কমই। এবারের বিশ্বকাপেও ফিল্ডিং নিয়ে অনেক সমালোচনা শুনেছে বাবর আজমের দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ডেভিড ওয়ার্নারের সহজ ক্যাচ ছেড়েছিলেন উসামা মির। তা নিয়ে এখনো ‘মিম’ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শাদাব খানও ক্যাচ ছাড়ার জন্য টিটকারি ও সমালোচনার শিকার হয়েছেন। কিন্তু একটা পরিসংখ্যান জানলে আপনি অবাক হতে পারেন। এবারের বিশ্বকাপে ক্যাচ নেওয়ায় সবচেয়ে সফল দল কারা? বৃহস্পতিবার ভারত-শ্রীলঙ্কা ম্যাচ পর্যন্ত ক্যাচ নেওয়ায় সবচেয়ে দক্ষ দলটির নাম পাকিস্তান। এ তালিকায় বাংলাদেশের অবস্থান কোথায়? এখানে বাংলাদেশের নৈপুণ্যটা মাঝারি মানের। এমনিতে বিশ্ব ক্রিকেটে ভালো ফিল্ডিং সাইড মানা হয় দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে। তবে এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ড ১৬টি ক্যাচ ছেড়েছে আর দক্ষিণ আফ্রিকা ফেলেছে ১২টি ক্যাচ।
চলতি বিশ্বকাপে পাকিস্তান মাত্র ৬টি ক্যাচ ছেড়েছে। বিশ্বকাপে এ পর্যন্ত ৭ ম্যাচ খেলা পাকিস্তান ক্রিকেট দল মাঠে ৩৭টি ক্যাচ নেওয়ার সুযোগ পেয়েছে। এর মধ্যে নিতে পেরেছে ৩১টি ক্যাচ। ৮৬ শতাংশ ক্যাচ নিয়ে তালিকার শীর্ষে আছে পাকিস্তান। তবে পাকিস্তান যে ৬টি ক্যাচ ছেড়েছে, তার মধ্যে ২টির জন্য মাশুল গুনতে হয়েছে খুব বেশি। শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ রানে কুশল মেন্ডিসের ক্যাচ ছেড়েছিলেন পাকিস্তানি ওপেনার ইমাম উল হক। মেন্ডিস পরে ১২৩ রান করেন। পাকিস্তান যদিও ম্যাচটা জিতেছিল। আর ওয়ার্নার ১০ রানে ‘জীবন’ পেয়ে করেছিলেন ১৬৩। অস্ট্রেলিয়ার কাছে সে ম্যাচে হেরে যায় পাকিস্তান।
এবারের বিশ্বকাপে ক্যাচ নেয়ায় বেশ দক্ষতা দেখিয়েছে আইসিসি’র সহযোগী দেশ নেদারল্যান্ডস। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ডাচ দলটি। এরপর অবস্থান যথাক্রমে ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার। চার দলেরই সাফল্যের হার ৮০% ছাড়িয়ে। আসরে ডাচরা ৩৩ ক্যাচের মধ্যে নিতে পেরেছে ২৭টি। ছেড়েছে পাকিস্তানের সমান ৬টি ক্যাচ। সাফল্যের হার ৮৫ শতাংশ।
মোট ২৫টি ক্যাচের মধ্যে ভারতও ছেড়েছে ৬টি ক্যাচ। ১৯টি ক্যাচ নেওয়া ভারতের সাফল্যের হার ৮১ শতাংশ। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকারও ক্যাচ নেওয়ায় সাফল্যের হার ভারতের সমান (৮১ শতাংশ)। ২৬টি ক্যাচের মধ্যে ইংল্যান্ডও ৬টি ক্যাচ ছেড়েছে, দক্ষিণ আফ্রিকা ৫১ ক্যাচের মধ্যে ছেড়েছে ১২টি।
বাংলাদেশ এই তালিকায় আছে ষষ্ঠ স্থানে। ২৬টি ক্যাচের মধ্যে বাংলাদেশ দল ফেলেছে ৮টি। ১৮টি ক্যাচ নিয়ে সাফল্যের হার ৭৬ শতাংশ। ক্যাচ নেওয়ার হারে বাংলাদেশের চেয়ে পিছিয়ে অস্ট্রেলিয়া। ২৯টি ক্যাচের মধ্যে ১২টি ক্যাচ ফেলেছে অস্ট্রেলিয়া। ১৭টি ক্যাচ নিয়ে সাফল্যের হার ৭১ শতাংশ।
আফগানিস্তান ও নিউজিল্যান্ডের ক্যাচ নেওয়ার হারও ৭১ শতাংশ। ২০টি ক্যাচের মধ্যে আফগানিস্তান ছেড়েছে বাংলাদেশের সমান ৮টি ক্যাচ। দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় সর্বোচ্চ ক্যাচ পাওয়া দল নিউজিল্যান্ড। ৪০টি ক্যাচের মধ্যে ৬টি ছেড়েছে কিউইরা। ২২টি ক্যাচের মধ্যে ১৪টি ফেলে ৬১ শতাংশ সাফল্য নিয়ে শ্রীলঙ্কা রয়েছে এই তালিকার তলানিতে।
চলতি বিশ্বকাপে ফিল্ডিং
দল ক্যাচ ড্রপ সাফল্য
পাকিস্তান ৩৭ ৬ ৮৬%
নেদারল্যান্ডস ৩৩ ৬ ৮৫%
ভারত ২৫ ৬ ৮১%
ইংল্যান্ড ২৬ ৬ ৮১%
দক্ষিণ আফ্রিকা ৫১ ১২ ৮১%
বাংলাদেশ ২৬ ৮ ৭৬%
অস্ট্রেলিয়া ২৯ ১২ ৭১%
আফগানিস্তান ২০ ৮ ৭১%
নিউজিল্যান্ড ৪০ ১৬ ৭১%
শ্রীলঙ্কা ২২ ১৪ ৬১%