বিনোদন
নিজের গল্প বলবেন মিথিলা
বিনোদন ডেস্ক
১৪ অক্টোবর ২০২৩, শনিবাররাফিয়াত রশিদ মিথিলা এবার নিজের জীবনের গল্প শোনাবেন। ‘টেডএক্স ডিপিএস এসটিএস স্কুল’ শীর্ষক আয়োজনে জীবনের গল্প শোনাবেন তিনি। সঙ্গে থাকবেন সংগীতশিল্পী অর্ণব। মিথিলার মতো তিনিও শোনাবেন নিজের জীবনের গল্প। আজ শনিবার উত্তরার ডিপিএস এসটিএস স্কুল ক্যাম্পাসে আয়োজন করা হয়েছে এ অনুষ্ঠানের। অনুষ্ঠানটির নাম ‘আনকভারিং আনসারটেইনটিজ’।