ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

ক্যাপ্টেন্স ডে’তে সাকিব

সময় এসেছে বিশ্বকাপে ভালো কিছু করে দেখানোর

স্পোর্টস ডেস্ক
৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার
mzamin

আজ পর্দা উঠছে ১৩তম ওয়ানডে বিশ্বকাপের। গতকাল অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়কদের নিয়ে ‘ক্যাপ্টেন্স ডে’ আয়োজন করেছিল আইসিসি। ১ ঘণ্টা ১০ মিনিটের অনুষ্ঠানে খোলামেলা আড্ডা দিয়েছেন অধিনায়করা। মঞ্চের সবচেয়ে মাঝখানে ছিল বিশ্বকাপের ট্রফিটি। তার দু’দিকে বসেন দুই উপস্থাপক রবি শাস্ত্রী এবং ইয়ান মরগ্যান। দুই সঞ্চালকের দু’পাশে পাঁচ জন করে অধিনায়ক বসেন। বাঁ দিক থেকে বসেছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান, শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা, নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন এবং ভারতের অধিনায়ক রোহিত শর্মা। অন্যপ্রান্তে মরগ্যানের পাশে ছিলেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার, পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স, আফগানিস্তানের অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদি এবং নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। এর মধ্যে বাভুমা এবং কামিন্সকে দেওয়া হয় একটি আলাদা চেয়ার। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, আমার মনে হয় আমরা ভালোভাবে প্রস্তুত। আমরা যদি ২০১৯ বিশ্বকাপের পর থেকে সর্বশেষ ৪ বছরের কথা বলি, খুব সম্ভবত আমরা বাছাই পর্বের (ওয়ানডে সুপার লিগ) পয়েন্ট সিস্টেমে তৃতীয় বা চতুর্থ ছিলাম (তৃতীয়)। দল হিসেবে আমরা বেশ ভালো করেছি। এখন আমাদের সময় এসেছে বিশ্বকাপে ভালো কিছু করে দেখানো। আমার মনে হয়, আমাদের দল প্রস্তুত এবং আমরা আগে যা করেছি দেশের মানুষ তার চেয়ে বেশি কিছু প্রত্যাশা করছে। না (দর্শকদের প্রত্যাশা চাপ কিনা), একেবারেই না। আমার মনে হয় ভালো করতে এটা আমাকে সব সময় অনুপ্রাণিত করেছে। ব্যক্তিগতভাবে আমি কখনোই পরিসংখ্যান দেখিনি। আমি সব সময় দলের জন্য অবদান রেখেছি। আমার কাছে দলই আগে। পুরো ক্যারিয়ারে এটাই আমার নীতি।’ ভারতীয় অধিনায়ক, রোহিত শর্মা বলেন, হোম অ্যাডভান্টেজ নিয়ে আমি বিশেষ ভাবছি না। এটা ঠিক যে শেষ তিনটি বিশ্বকাপ আয়োজক দেশই জিতেছে। তবে আমরা নিজেদের সেরাটা বিশ্বকাপে নিংড়ে দেব। আমরা গোটা টুর্নামেন্ট উপভোগ করতে চাই। পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, ভারতে এ ধরণের অভ্যর্থনা আশা করিনি, মনে হচ্ছে পাকিস্তানেই আছি। আমাদের মূল শক্তি বোলিংয়ে। পাকিস্তান থেকে যদি কোনও সমর্থক এখানে বিশ্বকাপ টুর্নামেন্ট দেখতে আসত, তাহলে আরও ভালো লাগত। আশা করব যে আগামীদিনেও আমরা এভাবেই সমর্থন পাব। হায়দরাবাদের বিরিয়ানি যথেষ্ট খেয়েছি। এটা আমার খুব ভালো লেগেছে। আর অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ওয়ানডে বিশ্বকাপে আমরা বরাবরই ভালো খেলে আসছি। আশা করছি এবারও সেটাই করতে পারবো।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status