ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

অন্য খেলার তারকাদের ক্রিকেট বিশ্বকাপ ভাবনা

সামন হোসেন
৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার
mzamin

আজ শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট আসর। ক্রিকেটের এই বৈশ্বিক আসরে আগামী ৭ই অক্টোবর প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।  সাকিব-মুশফিকদের মাঠে নামার আগে তাদের শুভেচ্ছা জানাচ্ছেন বাংলাদেশের অন্য খেলার তারকারাও। তাদের বিশ্বাস বাইরের সকল ঘটনাকে পাশ কাটিয়ে আইসিসি বিশ্বকাপে নিজেদের সেরাটা দেবে বাংলাদেশ।

জামাল ভূঁইয়া, অধিনায়ক জাতীয় ফুটবল দল
এই মুহূর্তে আর্জেন্টিনার তৃতীয় বিভাগে সোল দে মায়োতের হয়ে খেলছেন জামাল ভূঁইয়া। হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও জাতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি। সেখান থেকে সাকিবদের শুভেচ্ছা জানিয়ে জামাল বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে আমরা যেকোনো দলের জন্য আতঙ্ক। সেটা এরইমধ্যে প্রমাণ করেছি। আমি বিশ্বাস করি আমাদের দল সেরাটা দিয়ে অন্তত সেমিফাইনাল পর্যন্ত যাবে। 

তপু বর্মণ, জাতীয় ফুটবল দলের খেলোয়াড়
আমি আশাবাদী মানুষ। বিশ্বকাপে বাংলাদেশ দলকে নিয়ে আমি আশাবাদী। যদিও বাংলাদেশ দলে এবার অনেক নতুন ক্রিকেটার খেলবেন। এশিয়া কাপে ভারতের সঙ্গে যেভাবে পারফর্ম করেছেন সবাই, তাতে বিশ্বকাপে প্রতিপক্ষের জন্য হুমকি হবে বাংলাদেশ। আমি আশাবাদী বাংলাদেশ দলকে নিয়ে। শুভ কামনা জাতীয় দলের ক্রিকেটারদের জন্য।

রাসেল মাহমুদ জিমি, জাতীয় হকি দলের খেলোয়াড়
ক্রিকেটারদের নিয়ে আমাদের অনেক প্রত্যাশা। যদিও এশিয়া কাপ ভালো যায়নি তাদের। গত বিশ্বকাপে ভালো খেলতে পারেননি ক্রিকেটাররা। আশা করি, বাংলাদেশ যেন ভবিষ্যতে বিশ্বকাপ জিততে পারে। ভালো পারফরম্যান্স করতে পারে। হারলেও যাতে বলতে পারি, ভালো খেলেই হেরেছে। শুভ কামনা সাকিব আল হাসানদের জন্য।

শিরিন আক্তার, বাংলাদেশের দ্রুততম মানবী
আমিও দেশকে প্রতিনিধিত্ব করি। এটা যে কত গর্বের, জানি। ক্রিকেটাররাও দেশকে প্রতিনিধিত্ব করবেন বিশ্বকাপে। আশা করি, সাকিব ভাইরা ভালো খেলবেন। ভালো পারফর্ম করবেন। যাতে আমরা সবাই তাদের নিয়ে গর্ব করতে পারি। নতুন আরেকটি বিশ্বকাপ। নতুন করে জেগে উঠবে বাংলার টাইগাররা। সেই কামনাই করি।

মাবিয়া আক্তার সীমান্ত, স্বর্ণজয়ী ভারোত্তোলক
এশিয়ান গেমসে অংশ নিতে এই মুহূর্তে চীনের হাংজুতে আছেন মাবিয়া আক্তার। আসরটিতে নিজে খুব সুবিধা করতে না পারলেও সাকিবদের শুভেচ্ছা জানাতে ভুল করেননি এই ভারোত্তোলক। তিনি বলেন, ‘এশিয়া কাপে খুব একটা ভালো খেলা প্রদর্শন করতে পারেননি ক্রিকেটাররা। বিশ্বকাপে অন্য এক বাংলাদেশকে দেখতে চাই আমরা। সাকিব আল হাসান ভাইয়ের হাত ধরে যেন নিজেদের সেরা পারফরম্যান্স উপস্থাপন করতে পারেন ক্রিকেটাররা, সেই প্রত্যাশা করি।

ফাতেমা মুজিব, স্বর্ণজয়ী ফেন্সার
মাবিয়ার মতো ফাতেমা মুজিবও হাংজুতে। এশিয়ান গেমসের বৈশ্বিক আসরে সেভাবে নিজেকে মেলে ধরতে না পারলেও সাকিবরা ঠিকই পারবেন বিশ্বকাপে। শুভ কামনা জানিয়ে ফাতেমা মুজিব বলেন, ‘ভালো খেলতে পারলে বাংলাদেশের জন্য গর্ব করবে সবাই। বিশ্বকাপে সবাই ভালো খেলুক, সেই প্রত্যাশাই করি। শুভ কামনা সাকিব ভাইদের জন্য।’

সোনম সুলতানা সোমা, জাতীয় টিটি খেলোয়াড়
ক্রিকেট এমন একটি খেলা যেখানে পুরো জাতি এক হয়ে যায়। দেশের সব মানুষ প্রার্থনা করে তাদের জন্য। এবারের বিশ্বকাপে বাংলাদেশ ভালো খেলবে, এটাই আমাদের চাওয়া। সাকিব আল হাসানরা ভালো কিছু করে দেখাবেন, সেই বিশ্বাস আমাদের রয়েছে।

শাকিল আহমেদ, স্বর্ণজয়ী শুটার
হার-জিত থাকবেই। এক ম্যাচ হারলে পরের ম্যাচে জেতার মানসিকতা নিয়ে খেলতে হবে। লড়াই করতে হবে। আমার বিশ্বাস, এই বিশ্বকাপে ভিন্ন এক বাংলাদেশকে দেখবে বিশ্ব। সেই প্রত্যাশায় রইলাম। শুভ কামনা।

দিয়া সিদ্দিকী, স্বর্ণজয়ী আরচার

জাতীয় ক্রিকেট দলের দিকে তাকালেই দেখা যায় তারুণ্যের জয়জয়কার। অভিজ্ঞদের সঙ্গে নতুনদের মিশেলে দারুণ একটি দল। নির্ভর করা যায় এই দলটির ওপর। আমার বিশ্বাস, বিশ্বকাপে দুর্দান্ত খেলা উপহার দেবে এই দল।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status