খেলা
ইংল্যান্ডের বিপক্ষে সাউদিকেও পাচ্ছে না নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক
৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবারবিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কেইন উইলিয়ামসনকে না পাওয়ার খবরটি আগেই জানিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। এবার আরেক দুঃসংবাদ দিলেন কিউইদের ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম। আঙুলের চোট সারিয়ে সম্পূর্ণ ফিট না হওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে টিম সাউদিকেও পাবে না নিউজিল্যান্ড।
গত সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে শেষ ওয়ানডেতে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান সাউদি। স্ক্যান রিপোর্টে ৩৪ বছর বয়সী পেসারের আঙ্গুলে চিড় ধরা পড়ে। এরপর তার হাতে অস্ত্রোপচার করানো হয়। পরীক্ষা-নিরীক্ষার পর কিউই বোর্ডের মেডিকেল টিমের ছাড়পত্র পাওয়ায় গত শনিবার ভারতে দলের সঙ্গে যোগ দেন তিনি। বিশ্বকাপের স্কোয়াডে অন্তর্ভুক্ত হলেও ঝুঁকি এড়াতে দু’টি ওয়ার্ম-আপ ম্যাচ খেলেননি সাউদি। গতকাল প্রথমবার অনুশীলনে নেমে অস্বস্তি বোধ করায় তাকে বাদ দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করতে হচ্ছে নিউজিল্যান্ডকে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কিউই অধিনায়ক টম ল্যাথাম বলেন, ‘কেইন (উইলিয়ামসন) আগে থেকেই নেই, এখন টিমকেও (সাউদি) আমরা পাচ্ছি না। তাকে প্রথম ম্যাচের জন্য নির্বাচন করা হয়নি। অস্ত্রোপচারের পর প্রায় দুই সপ্তাহ হয়ে গেছে। সে দ্রুত সেরে উঠছে।’
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সবশেষ আসর খেলতে গিয়ে চোটে পড়েন কেইন উইলিয়ামসন। এরপর তার হাঁটুতে অস্ত্রোপচার করা হয়। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে উইলিয়ামসনকে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) বিবৃতিতে বলা হয়েছিল, ‘হাঁটুর চোটের উন্নতির জন্য ইংল্যান্ডের বিপক্ষে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি খেলতে পারবেন না ব্ল্যাক-ক্যাপ অধিনায়ক কেইন উইলিয়ামসন।’