খেলা
সুজন বললেন- ‘খেলবেন সাকিব’
স্পোর্টস রিপোর্টার, ধর্মশালা থেকে
(১ বছর আগে) ৪ অক্টোবর ২০২৩, বুধবার, ৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:১৯ অপরাহ্ন

বিশ্বকাপে দারুণ আত্মবিশ্বাস নিয়ে ভারতে এসেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তার নেতৃত্বে দলও দারুণ কিছু করবে সেটাই বিশ্বাস দেশের ক্রিকেট প্রেমীদেরও। কিন্তু বিধিবাম, গুহাটিতে প্রস্তুতি ম্যাচে মাঠে নামার আগে ফুটবল খেলতে গিয়ে তিনি। গোড়ালিতে চোট পেয়ে খেলতে পারেনি শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে। এখন জোর গুঞ্জন তার খেলা হবেনা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচও। সত্যিকি তাই !
সেটি হলে দলের বড় শক্তি ছাড়াই মাঠে নামতে হবে টাইগারদের। এরই মধ্যে আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে ধর্মশালাতে পৌঁছেছে বাংলাদেশ দল। গতকাল জিম করেই কাটিয়েছে দলের বেশির ভাগ সদস্য। কিন্তু সেখানে ছিলেন না অধিনায়ক সাকিব। কারণ তিনি গেছেন বিশ্বকাপে ১০ দলের অধিনায়কদের নিয়ে আইসিসির আয়োজিত অনুষ্ঠানে।
গতকালই তার ধর্মশালাতে ফেরার কথা। আজ দল আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে। তার আগে প্রশ্ন উঠেছে সাকিব কি থাকবেন সেইখানে। নাকি বিশ্রামেই কাটাবেন! তিনি সুস্থ আছেন কিনা নিয়ে চিন্তার শেষ নেই। ঠিক সেই মুহূর্তে আশার বানী শোনালেন টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। দৈনিক মানবজমিনকে তিনি বলেন, ‘দলের সবাই ভালো আছে। সাকিবকে নিয়ে চিন্তার কারণ নেই ও খেলবে।’ তবে বাংলাদেশ দল বলে কথা। গেল তিন মাস যা হচ্ছে সেই হিসেব করলে সাকিব মাঠে না নামা পর্যন্ত টাইগার ভক্তদের স্বস্তির নিশ্বাস ফেলার সময় নেই একেবারেই।’