খেলা
কষ্টার্জিত জয়ে সেমিফাইনালে বাংলাদেশ
সামন হোসেন হাংজু (চীন) থেকে
(১ বছর আগে) ৪ অক্টোবর ২০২৩, বুধবার, ৩:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৪৯ পূর্বাহ্ন

এবার ক্রিকেটে বাংলাদেশকে নাকানিচুবানি খাওয়ালো মালয়েশিয়া। হাংজু এশিয়ান গেমসে দুর্বল এই প্রতিপক্ষের বিপক্ষে ঘাম ঝরানো জয়ে সেমিফাইনালে উঠেছে সাইফ-আফিফরা। হাংজুর জিজিয়াং ইউনিভাসির্টি টেকনোলোজির ক্রিকেট মাঠে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ জিতেছে ২ রানে। এ জয়ে আগামীকাল সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।
এদিন আগে ব্যাট করতে নেমে মালয়েশিয়ার বিপক্ষে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে টাইগাররা। স্কোরবোর্ডে ৩ রান তুলতেই তিন উইকেট হারিয়ে ফেলে তারা। ইনিংসের দ্বিতীয় বলেই ধাক্কা খায় বাংলাদেশ। দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হন ওপেনার মাহমুদুল হাসান জয়। স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই তাকে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারে বিজয় উন্নির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন পারভেজ হোসেন ইমন। ৮ বল খেলে কোনো রান করতে পারেননি এই ওপেনার। ইনিংসের তৃতীয় ওভারে জাকিরের উইকেট তুলে নেন পবনদীপ সিং। এরপর অবশ্য আফিফ হোসেনকে নিয়ে বিপর্যয় সামাল দেন অধিনায়ক সাইফ হাসান। ১৪ বলে ২৩ রান করে আফিফ সাজঘরে ফিরলেও শেষ পর্যন্ত ৫০ রানে অপরাজিত থাকেন সাইফ। ১৪ রানে অপরাজিত থাকেন জাকির আলীও। শাহাদাত হোসেন দিপুর সংগ্রহ ২১ রান।
ব্যাটিংয়ের মতো বোলিংয়েও জঘন্য প্রদশর্নী ছিলো বাংলাদেশের বোলারদের। ফিল্ডিং ছিলো যাচ্ছে তাই। বিশেষ করে রিশাদের ক্যাচ মিস করে ছক্কা বানিয়ে দেয়াটা ছিলো দৃষ্টিকটু। এর মাঝেও বাংলাদেশকে ম্যাচে রাখেন আফিফ হোসেন ও রিপন মন্ডল। এই দু’জনের কল্যাণে শেষ পর্যন্ত ২ রানের জয় পায় বাংলাদেশ। বিশেষ করে আফিফ। শেষ ওভারে পাঁচ রান ডিফেন্ড করে তিনি বাংলাদেশকে জয় পাইয়ে দেন।