খেলা
পাখির বিষ্ঠার কারণে স্টেডিয়ামের সিটে বসতে পারেনি দর্শকরা, সমালোচনার মুখে বিসিসিআই
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ৪ অক্টোবর ২০২৩, বুধবার, ২:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৩ পূর্বাহ্ন

ঘনঘন সূচি পরিবর্তন। নিরাপত্তার ব্যবস্থা না করতে পারায় পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ার্ম-আপ ম্যাচে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন নিয়ে দোলাচল। নানা কারণে সমালোচিত হচ্ছে আইসিসি ওয়ানডে ওয়ার্ল্ডকাপের ১৩তম আসরের একক আয়োজক ভারত। এবার অপরিস্কার গ্যালারির কারণে তোপের মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
মঙ্গলবার হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচটি দেখতে গিয়েছিলেন স্টার স্পোর্টসের ভারতীয় ক্রিকেট বিশ্লেষক সি. ভেঙ্কাটেশ। স্টেডিয়ামের পশ্চিম প্যাভিলিয়নের টিকিট কেটেছিলেন তিনি। তবে নিজের সিটের কাছে গিয়ে দেখেন যে, তার সিটসহ আশপাশের বেশ কয়েকটি লেভেলে পাখির বিষ্ঠা ছড়িয়ে ছিটিয়ে আছে। যে কারণে আগত দর্শকরা নিজেদের নির্দিষ্ট সিটে বসতে পারছেন না। ভেঙ্কাটেশ ময়লাযুক্ত সিটগুলোর ছবি নিজের এক্স অ্যাকাউন্টে (টুইটার) পোস্ট করে লিখেন, ‘বিশ্বকাপকে সামনে রেখে এই স্টেডিয়ামের খুব বেশি সংস্কার করেনি বিসিসিআই। নামমাত্র কিছু জানালা, ড্রেসিংরুম ঠিক করা হয়েছে।’
সি. ভেঙ্কাটেশের পোস্টকৃত ছবিতে অনেকে অনেক ধরনের মন্তব্য করতে থাকেন। পাকিস্তানের একজন লিখেন, ‘স্টেডিয়ামের সিটকেই টয়লেট বানিয়ে ফেললো!’ আরেকজন লিখেছেন, ‘বিসিসিআই ভণ্ডামির সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে।’ ভারতের একজন লিখেছেন, ‘যতক্ষণ না পর্যন্ত দর্শকরা এমন স্টেডিয়ামে বসে খেলা দেখা বয়কট না করে, ততক্ষণ পর্যন্ত কিছুই হবে না।’
কেউ কেউ এটিকে গুজব বলেও দাবি করেছেন। শেখর রেড্ডি নামের একজন মন্তব্য করেন, ‘এটা মিথ্যা। আমিও এই গ্রাউন্ডেই বসে আছি।’ সামির মেহতা নামের এক ভারতীয় স্বদেশি সাংবাদিক ভেঙ্কাটেশকে কমেন্ট বক্সে বলেন, ‘তোমার চেয়ে বড় বিশ্বাসঘাতক আর কেউ হতে পারে না। বিশ্বজুড়ে দেশের বদনাম ছড়িয়ে দিচ্ছো তুমি।’
সি. ভেঙ্কাটেশ এরপর আরেকটি ভিডিও পোস্ট করে লিখেন, ‘এই ভিডিও তাদের জন্য, যারা আমার আগের ছবিটিকে ভুয়া দাবি করেছিলেন।’