খেলা
পাকিস্তানি ক্রিকেটারদের শৃঙ্খলায় ইসলামের অবদান রয়েছে: হেইডেন
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ৪ অক্টোবর ২০২৩, বুধবার, ১২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৬ পূর্বাহ্ন

খেলার এক ফাঁকে নামাজ পড়ে নেয়া, রোজা রেখেই মাঠে নামা, বসে পানি খাওয়া- ইসলাম ধর্মীয় অনুশাসন মেনে চর্চাগুলো করে থাকেন পাকিস্তানি ক্রিকেটাররা। ধর্মপ্রাণ বাবর-রিজওয়ানদের শৃঙ্খলাপরায়ণও মনে করেন অস্ট্রেলিয়ান গ্রেট ম্যাথু হেইডেন। তিনি বলেন, পাকিস্তানি ক্রিকেটারদের এই শৃঙ্খলায় ইসলাম ধর্মের ভূমিকা রয়েছে।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ব্যাটিং কনসালট্যান্ট ছিলেন ম্যাথু হেইডেন। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর-রিজওয়ানদের মেন্টরের দায়িত্ব পালন করেন সাবেক অজি ওপেনার। কোচিং স্টাফের দায়িত্ব পালন করায় পাকিস্তানি ক্রিকেটারদের খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে ৫১ বছর বয়সী হেইডেনের। নিজের অভিজ্ঞতা থেকে গ্রিন ক্যাপদের ধর্মপরায়ণ বলেছেন তিনি। মঙ্গলবার হায়দরাবাদে পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার বিশ্বকাপ ওয়ার্ম-আপ ম্যাচে পিসিবির সাবেক চেয়ারম্যান ও সাবেক ক্রিকেটার রমিজ রাজার সঙ্গে ধারাভাষ্য দেন হেইডেন। রমিজ রাজা তার কাছে জানতে চান, পাকিস্তান দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? হেইডেন বলেন, ‘ইসলাম ধর্মের প্রতি তারা খুব মনোযোগী, যেটা এই দলের ভিত্তিমূল। পাকিস্তান দলের খেলোয়াড়েরা জীবন-যাপনে খুব শৃঙ্খলাপরায়ন। আমি এটার প্রশংসা করি। কারণ ক্রিকেট কিন্তু শৃঙ্খলারই খেলা।’ হেইডেন বলেন, ‘আপনাকে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে, নিবেদিত থাকতে হবে, ধারাবাহিক হতে হবে। পাকিস্তান দলের সংস্কৃতিতে এসবই ইসলামের প্রতিনিধিত্ব করে।’
মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের সেই ওয়ার্ম-আপ ম্যাচে ১৪ রানে হারে পাকিস্তান। আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ৩৫২ রানের টার্গেট দেয় অজিরা। জবাবে ৪৭.৫ ওভারে ৩৩৭ রান তুলে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। বিশ্বকাপের প্রথম ওয়ার্ম-আপ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হারে গ্রিন ক্যাপ’রা।