শেষের পাতা
৪১ কূটনীতিককে ভারত ছাড়ার নির্দেশ
মানবজমিন ডেস্ক
৪ অক্টোবর ২০২৩, বুধবারশিখ নেতা হরদিপ সিং হত্যাকাণ্ড নিয়ে ভারত ও কানাডার মধ্যে তিক্ততা বেড়েই চলেছে। সেই ধারায় এবার কানাডার অন্তত ৪১ কূটনীতিককে ভারত ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। নয়াদিল্লির তরফে অটোয়াকে জানানো হয়েছে এ সিদ্ধান্তের কথা। আগামী ১০ই অক্টোবরের আগেই তাদেরকে ভারত ছাড়তে হবে। এ খবর দিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস। খবরে জানানো হয়, কানাডায় গত ১৮ই জুন খুন করা হয় খালিস্তানপন্থি শিখ নেতা হরদিপ সিংকে। ওই ঘটনার জন্য ভারত সরকারকে সরাসরি দায়ী করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। সে সময় পাল্টাপাল্টি ব্যবস্থা নেয়া হয়েছিল দুই দেশের তরফ থেকেই। ভারতে বসবাসকারী বা ঘুরতে যাওয়া কানাডীয়দের জন্য বিশেষ ভ্রমণ সতর্কতা জারি করে কানাডা। এর জবাবে কানাডায় বসবাসকারী ভারতীয় শিক্ষার্থী এবং নাগরিকদের চূড়ান্ত সতর্ক থাকতে নির্দেশিকা জারি করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া কানাডার নাগরিকদের ভিসা দেয়াও স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ভারত সরকার।
তবে এবার কানাডাকে শাস্তি দিতে ভারত বেশ বড়সড় পদক্ষেপই নিতে যাচ্ছে। বর্তমানে কানাডার ৬২ জন কূটনীতিক ভারতে রয়েছেন। তার মধ্যে ৪১ জনকেই দেশে ফিরে যেতে হবে। জানা গেছে, শিগগিরই দিল্লির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিবৃতি প্রকাশ করা হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী গণমাধ্যমের এমন খবর স্বীকার বা অস্বীকার কিছুই করেননি। তবে তিনি জানিয়েছেন, কানাডায় ভারতের যে সংখ্যক কূটনীতিক রয়েছেন, সেই তুলনায় নয়াদিল্লিতে কানাডার কূটনীতিকদের সংখ্যা অনেক বেশি। তাই দু’দেশের মধ্যে সমতা রাখা উচিত।