বাংলারজমিন
বিএনপি’র কর্মসূচিতে ভাড়া দেয়ায় মানিকগঞ্জে বাসের কাগজপত্র জব্দ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
৪ অক্টোবর ২০২৩, বুধবাররাজধানী ঢাকায় বিএনপি’র সমাবেশে অংশ নিতে মানিকগঞ্জে নেতাকর্মীদের যাতায়াতে ভাড়া দেয়ায় শুভযাত্রা পরিবহনের ১৫টি বাসের কাগজপত্র ও চাবি জব্দ করা হয়েছে। আওয়ামী লীগ সমর্থিত জেলা পরিবহন মালিক সমিতির নেতাদের নির্দেশে এসব বাসের চাবি জব্দ করা হয় বলে অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে বেশ কয়েকজন বাস চালক ও মালিকদের সঙ্গে কথা বলে বিষয়টি জানা যায়।
জেলা বিএনপি সূত্রে জানা যায়, সরকারের পদত্যাগের একদফা ও বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশের চিকিৎসার দাবিতে গত সোমবার রাজধানীর নয়াপল্টনে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল। সমাবেশে মানিকগঞ্জ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যাতায়াতের জন্য বিভিন্ন পরিবহনের ৩০-৩৫টি বাস ভাড়া করে জেলা বিএনপি। এরমধ্যে শুভযাত্রা পরিবহনের ১৫টির মতো বাস ছিল।
শুভযাত্রা পরিবহনের বাসের কয়েকজন মালিক ও চালক মুঠোফোনে জানান, তাদের বাসের চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র জোরপূর্বক ছিনিয়ে নেয়া হয়েছে। জাহিদুল ইসলামের নির্দেশে তার অনুসারীরা এসব বাসের চাবি নেন। বিষয়টি কাউকে জানালে সড়কে গাড়ি চালাতে দেবে না বলেও হুমকি দেয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক শুভযাত্রা পরিবহনের এক বাস চালক বলেন, বাসস্ট্যান্ড এলাকায় আসার পর চাবি ছিনিয়ে নেন জাহিদুলের লোকজন। গতকাল সকালে তারা পুলিশের নাম করে আরও কিছু গাড়ির কাগজপত্র নিয়ে যায়। একই পরিবহনের অপর এক বাসে চালক বলেন, চাবি নেয়ায় মঙ্গলবার বাস চালাতে পারিনি। গাড়ি না চালালে রোজগারও বন্ধ। যত ঝড় আসে সব আমাদের ওপর! শুভযাত্রা পরিবহনের বাস মালিক কাইয়ুম হোসেন বলেন, বিএনপি’র কর্মসূচিতে গাড়ি ভাড়া দেয়া যাবে না এমনটি আমাদের আগে বলা হয়নি। তাছাড়া আমরা সাধারণ মালিক। বাসের চাকা চললে আমাদের জীবনের চাকা চলে। আমরা তো কোনো দল করি না।
এদিকে এমন ঘটনাকে ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর। তিনি বলেন, এ ধরনের ঘটনায় মনে হচ্ছে আমরা বর্বরোচিত যুগে ফিরে যাচ্ছি। এটি গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা নয়। তবে অভিযোগের বিষয়ে জানতে জাহিদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ধরেননি। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, বাসের চাবি ও কাগজপত্র নেয়ার বিষয়টি আমার জানা নেই। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছি।