খেলা
রোনালদোর ‘প্রথম’ গোল, বড় জয় আল নাসরের
স্পোর্টস ডেস্ক
(১১ মাস আগে) ৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ১১:৫৮ পূর্বাহ্ন
দুরন্ত ছন্দে রয়েছে আল নাসর এফসি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দশ জয়ে উড়ছে সৌদি প্রো লীগের দলটি। সবশেষ সোমবার রাতে কিং সৌদি ইউনিভার্সিটি স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়নস লীগের ম্যাচে তাজিক ক্লাব এফসি ইস্তিকললকে ৩-১ গোলে হারায় আল নাসর। দলের বড় জয়ে নিজের ‘প্রথম’ গোলে অবদান রাখেন ক্রিস্টিয়ানো রোনালদো।
ম্যাচের ৪৪তম মিনিটে এগিয়ে যায় সফরকারী এফসি ইস্তিকলল। গোলটি করেন আইভোরিয়ান স্ট্রাইকার সেনিন সেবাই। হারের শঙ্কায় পড়া আল নাসর এফসিকে ম্যাচের ৬৬তম মিনিটে সমতায় ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো। এএফসি চ্যাম্পিয়নস লীগে ২ ম্যাচ খেলে প্রথম গোলের স্বাদ পেলেন পর্তুগিজ সুপারস্টার। রোনালদোর সমতাসূচক গোলের পর ৭২তম মিনিটে আল নাসরকে এগিয়ে নেন তালিস্কা। ৭৭তম মিনিটে দ্বিতীয়বারের মতো লক্ষ্যভেদ করে ৩-১ গোলের জয় নিশ্চিত করেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।
এএফসি চ্যাম্পিয়নস লীগে নিজের প্রথম গোলে আনন্দ প্রকাশ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেন, ‘দলের সবাই ভালো খেলেছি। এএফসি চ্যাম্পিয়নস লীগে প্রথমবারের মতো গোল করতে পেরে ভালো লাগছে। আমাদের জয়রথ চলবেই।’
২ ম্যাচে ২ জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এএফসি চ্যাম্পিয়নস লীগের ‘ই’ গ্রুপ টেবিলের শীর্ষে আল নাসর এফসি। ১ পয়েন্ট নিয়ে তলানিতে এফসি ইস্তিকলল।