ভারত
বিশ্বকাপের আগেই দল ছেড়ে চলে গেলেন বিরাট কোহলি, সমালোচনার সুর সর্বত্র
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২ অক্টোবর ২০২৩, সোমবার, ৭:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ অপরাহ্ন

গুয়াহাটি থেকে তিরুবনন্তপুরম পরের প্রস্তুতি ম্যাচ খেলতে ভারতীয় ক্রিকেট দল পৌঁছেছে। যাননি শুধু একজন- বিরাট কোহলি। তিনি গুয়াহাটি থেকে সরাসরি মুম্বাই উড়ে যান ব্যক্তিগত কারণ দেখিয়ে। কী সেই ব্যক্তিগত কারণ তা যেমন খোলাসা করেনি টিম ম্যানেজমেন্ট, তেমনই এটাও পরিষ্কার করেনি তিরুবনন্তপুরম এর ম্যাচে কোহলি খেলবেন কিনা। জানা গেছে স্ত্রী আনুস্কা শর্মা ছ’ মাসের গর্ভবতী তাই তার হঠাৎ শরীর খারাপ হওয়ায় বিরাট মুম্বাই চলে গেছেন। এই বিষয়টি নিয়ে এত বেশি ঢাক ঢাক গুর গুর করার জন্য নেটিজেনরা যেমন ভারতীয় টিম ম্যানেজমেন্টকে দুষছেন, একইসঙ্গে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে বিরাট কোহলিকেও। এর আগে প্রথম কন্যা ভামিকার জন্মের সময় বিরাট দলের নেতৃত্বভার রোহিত শর্মার হাতে ছেড়ে দেশে চলে আসেন। তাকে নেতৃত্ব থেকে অপসারণের অন্যতম কারণ ছিল এটি। এবার তিনি অধিনায়ক নন। কিন্তু, দলের নির্ভরযোগ্য ব্যাটার। অনেকেই মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা টানছেন বিরাটের। ২০১৫ বিশ্বকাপের সময় ধোনির সন্তান জিভার জন্ম হয়। ধোনি সেই সময় দলকে ছেড়ে যাননি। অনেকে সুনীল গাভাস্কারের উদাহরণ টানছেন। সফরে থাকায় একমাত্র পুত্র রোহানের মুখ তিনি দেখেননি চারমাস পর।