খেলা
আউট ছিলেন না লিটন!
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ২ অক্টোবর ২০২৩, সোমবার, ৩:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আগে ব্যাটিং করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে আউট হন লিটন কুমার দাস। ইংলিশ পেসার রিচ টপলির করা ডেলিভারি তার গ্লাভসে লেগে জমা হয় উইকেটরক্ষক জস বাটলারের গ্লাভসে। তবে এতেও আউট ছিলেন না লিটন।
রহস্য লাগছে? তাহলে খোলাসা করা যাক। টপলির ডেলিভারি যখন লিটনের গ্লাভসে স্পর্শ করে তখন সেই হাতে ব্যাট ছিল না। ক্রিকেটের নিয়ম অনুযায়ী ব্যাট হাতে না থাকা অবস্থায় বল গ্লাভসে লেগে ক্যাচ হলে সেটা আউট হবে না।
যদিও লিটন এ বিষয়ে আম্পায়ারের কাছে কোনো অভিযোগ করেননি। সেটার দুটি কারণ হতে পারে। হয়তো তিনি বুঝতে পারেননি বল গ্লাভসে লাগার সময় হাতে ব্যাট ছিল কিনা আর না হয় এই নিয়ম জানতেন না।