কলকাতা কথকতা
লস্কর-ই-তৈয়বার অন্তর্দ্বন্দে নিহত জঙ্গি ফারুখ কাইসার মুফতি, পাক পুলিশের স্বীকারোক্তি
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ মাস আগে) ২ অক্টোবর ২০২৩, সোমবার, ১২:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন
ঘটনাটি ঘটেছিলো শনিবার বিকেলে। আর রোববার রাতে পাকিস্তান পুলিশ জানিয়ে দিলো যে, লস্কর-ই- তৈয়বার অন্যতম শীর্ষ জঙ্গি ফারুখ কাইসার মুফতি অজ্ঞাতপরিচয়ের একদল দুষ্কৃতির গুলিতে নিহত হয়েছে।
শনিবার বিকেলে করাচির এধি সেন্টারে গুলশান-ই- উমার সেমিনারের কাছে তাকে গুলি করা হয়। গুলি তার পিছন দিক দিয়ে ঢুকে ফুসফুস ফুঁড়ে চলে গিয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অধিক রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়।
পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক ডন এই খবরটির সত্যতা স্বীকার করলেও কোনও মন্তব্য করেনি। পাকিস্তানের অন্য সংবাদমাধ্যমগুলোও এই ব্যাপারে অবশ্য নীরব। আইএসআইয়ের সূত্র অনুযায়ী লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সৈদ এর পুত্র তৌলা সৈদকে লস্কর-এর সেকেন্ড ইন কমান্ড করা নিয়ে দলের মধ্যে দুটি শিবির হয়ে যায়। তার পরিণতিতেই গুলিবিদ্ধ হয়ে মরতে হলো ফারুখকে।
এর আগে একই কারণে নিহত হয় লস্করের প্রথম সারির নেতা জিল্লুর রহমান এবং খালিস্তানের কমান্ডার ইন চিফ পরমজিৎ সিং পানজিয়ার। পরমজিৎ খালিস্তানি নেতা হলেও লস্করের সঙ্গে হাত মিলিয়েছিলেন। ভারতে সন্ত্রাসমূলক কার্যকলাপের দায়িত্বে থাকা তৌলা সৈদ নিজেও লাহরের একটি রেফ্রিজেটরেরের দোকানের সামনে দুষ্কৃতীদের গুলি থেকে অল্পের জন্যে রক্ষা পায়।
উল্লেখ্য, ফারুখ কাইসার মুফতি ২৬/১১ আক্রমণের অন্যতম মাস্টারমইন্ড ছিল।
মন্তব্য করুন
কলকাতা কথকতা থেকে আরও পড়ুন
কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]