ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

বাবরকে যে পরামর্শ দিলেন শহীদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ২ অক্টোবর ২০২৩, সোমবার, ১১:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

mzamin

হায়দরাবাদে উষ্ণ অভ্যর্থনায় পাকিস্তান ক্রিকেট দলকে বরণ করে নেয় ভারতীয়রা। তাই বলে কি ‘দুশমন মুল্ক’-এ অনুষ্ঠিতব্য বিশ্বকাপে গ্যালারি ভর্তি দর্শকদের সমর্থন পাবেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা? যুগ যুগ ধরে চলা দুই দেশের রাজনৈতিক বৈরিতায় সৃষ্ট পরিস্থিতিতে অন্তত এটা আশা করতে পারে না ‘গ্রিন ক্যাপ’রা। বৈরি পরিবেশে মানিয়ে নিতে পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে কিছু পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

সাল ২০১১- সেবার বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হয় ওয়ানডে বিশ্বকাপ। সেই আসরে সবশেষ সেমিফাইনাল খেলে পাকিস্তান। সেবার গ্রিন ক্যাপদের অধিনায়ক ছিলেন শহীদ আফ্রিদি। এক যুগেরও বেশি সময় পর ভারতে আরেকটি বিশ্বকাপে অংশ নিতে গেলো পাকিস্তান। সাবেক অধিনায়ক আফ্রিদি বর্তমান ক্যাপ্টেন বাবরকে মাঠে আক্রমণাত্মক থাকার পরামর্শ দিয়েছেন, ব্যাটিংয়ে নয়; বরং মাঠে দল পরিচালনায়, শরীরী ভাষায়। পাকিস্তানি চ্যানেল সামা টিভির অনুষ্ঠানে আফ্রিদি বলেন, ‘বাবরকে মাঠের ভেতরে ইতিবাচক থাকতে হবে, শারীরিক ভাষায় আক্রমণাত্মক থাকতে হবে। বিশ্বকাপ অনেক বড় টুর্নামেন্ট। প্রায় পুরো দলই ভারতে এই প্রথম খেলতে গিয়েছে।’ 

আফ্রিদি বলেন, ‘প্রস্তুতি ম্যাচে চাপ থাকে না, কারণ দর্শক নেই। কিন্তু মূল ম্যাচে দর্শক থাকবে, চাপও থাকবে। আমরা সাবেক ক্রিকেটাররা, পাকিস্তানের মানুষেরা দলের সঙ্গে আছি। সবার এত এত সমর্থন থাকলে অধিনায়কের দায়িত্ব বেড়ে যায়, তাকে সাহসী হতে হয়।’

পিসিবি কর্তাদের বাবরকে সাহস জোগানোর পরামর্শ দিয়েছেন আফ্রিদি। তিনি বলেন, ‘বাবরকে ম্যাচের চাপ সামলাতে হবে। এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে পিসিবির সিনিয়র কর্মকর্তাদের অধিনায়কের সঙ্গে বসে তাকে আত্মবিশ্বাস জোগাতে হবে। যাতে তার শারীরিক ভাষায় সাহসের ছাপ থাকে। তাছাড়া বাবরকে অবশ্যই সিনিয়রদের আমলে নিতে হবে। টুর্নামেন্টজুড়ে ম্যাচ জেতানো খেলোয়াড়দের সঙ্গে বসে ডিনার করা, একসঙ্গে সিনেমা দেখা, একসঙ্গে নামাজ পড়া- এসবে সময় দিতে হবে। মাঠে ও মাঠের বাইরে একতার ছাপ থাকতে হবে।’

পাকিস্তান ক্রিকেট দল ভারতে পৌঁছার পর এক সংবাদ সম্মেলনে ভারতকে দুশমন মুল্ক বলে উল্লেখ করেন পিসিবি সভাপতি জাকা আশরাফ। এরপর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় সমালোচনার ঝড়। এমন অবস্থায় ভারতে বিশ্বকাপ খেলতে গিয়ে স্বাভাবিকভাবে চাপে থাকবেন পাকিস্তানের ক্রিকেটাররা। যদিও পরে নিজের বেফাঁস মন্তব্যের ভিন্ন আরেকটি ব্যাখ্যা দিয়েছেন পিসিবি সভাপতি।    

আগামী ৫ই অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে আইসিসি ওয়ানডে ওয়ার্ল্ডকাপ। ৬ই অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে পাকিস্তান। একদিন পর নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। 
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status