খেলা
প্রবাসী নির্ভরতার কারণেই উঠে আসছে না নতুন অ্যাথলেট
সামন হোসেন, হাংজু (চীন) থেকে
২ অক্টোবর ২০২৩, সোমবার
হাংজুর এশিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তিন বক্সার। যার একজন যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত ফেরদৌস। দেশি দুই বক্সার আবু তালহা ও সেলিম হোসেনকে নিয়ে প্রত্যাশা না থাকলেও জিনাতকে নিয়ে পদকের আশাও করেছিল বক্সিং ফেডারেশন। জিনাতের কোনও প্রকার ফাইট না দেখে শুধুমাত্র প্রবাসী বলেই তাকে নিয়ে উচ্চাশা ছিল বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)-এর। তেমনি প্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমানকে নিয়েও অতি উচ্চাশা ছিলো তাদের। যেমনটি ছিল ইনচন এশিয়ান গেমসে যুক্তরাষ্ট্র প্রবাসী জিমন্যাস্ট সাইক সিজারকে নিয়ে। বার্মিংহাম কমনওয়েলথ গেমসে নিউজিল্যান্ড প্রবাসী জিমন্যাস্ট আলী কাদের হককে নিয়ে প্রত্যাশা ছিল অনেক। নেপাল এসএ গেমসের সাঁতারে ইংল্যান্ড প্রবাসী জুনাইনা আহমেদকে নিয়ে স্বর্ণের প্রত্যাশা করেছিল বাংলাদেশ। এরা কেউ দেশের মান রাখতে পারেনি।
খেলাধুলায় ভালো ফল বয়ে আনতে দীর্ঘমেয়াদী অনুশীলনের বিকল্প নেই। বিভিন্ন গেমসে এসে নিজ দেশের অ্যাথলেটদের ব্যর্থতা দেখে সেটা স্বীকারও করেন বাংলাদেশের কর্মকর্তারা। এবারও প্রায় প্রতিটি ভেন্যুতে গিয়ে দীর্ঘমেয়াদি অনুশীলনের তাগিদের কথা অনুভব করেছেন তারা। তবে তারা আবার দেশে ফিরে বেমালুম ভুলে যান এসব কথা। আবার বছর ঘুরে গেমসের সময় আসে, তখনই প্রবাসীদের ধরে এনে ‘শর্ট-কাট’ সফলতা খোঁজেন তারা। ২০১৪ সালে ইনচন এশিয়ান গেমসে প্রথম রাউন্ডের গণ্ডি পেরুতে পারেননি যুক্তরাষ্ট্র প্রবাসী জিমন্যাস্ট সাইক সিজার।
লল্ডন অলিম্পিকেও সুবিধা করতে পারেননি এই জিমন্যাস্ট। ছিলেন গোল্ডকোস্ট কমনওয়েলথে বাংলাদেশ দলে। কোথাও বলার মতো ফল করতে পারেননি সাইক সিজার। সাঁতারে ইংল্যান্ডের জুনাইনা আহমেদ নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমসে একটি ব্রোঞ্জ জিতলেও বৈশ্বিক আসরে ছিলেন একেবারেই নিষ্প্রভ। অ্যাথলেটিক্সে আছেন ইংল্যান্ড প্রবাসী ইমরানুর রহমান। অর্থ দিয়ে ইমরানুর ও তার কোচকে লালন-পালন করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। দেশি অ্যাথলেটদের বঞ্চিত করে বার বার তাকেই বিভিন্ন আন্তর্জাতিক আসরে পাঠাচ্ছে ফেডারেশন।
এসব আন্তর্জাতি আসরগুলোতে নিজের সেরাটা দিতে ব্যর্থ হচ্ছেন ৩০ বছর বয়সী এই স্প্রিন্টার। সবশেষ হাংজু এশিয়াডে ১০.৪৪ সেকেন্ডে দৌড়ে সেমিফাইনালে উঠলেও সুবিধা করতে পারেনি। সেখানে ১০.৪২ সেকেন্ড সময় নিয়ে তার হিটে আট জনে হয়েছেন ষষ্ঠ। অথচ তার সেরা টাইমিং নাকি ১০.১১। হাংজু এশিয়ান গেমসের আগে বক্সিংয়ে ভালো করার অভিপ্রায়ে যুক্তরাষ্ট্র থেকে আনা হয় জিনাত ফেরদৌসকে।
যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্যে পুরস্কার জেতা ২৯ বছর বয়সী জিনাত প্রমাণ করলেন, আশা করলেই সব সম্ভব হয় না। নামকা ওয়াস্তে এসব প্রবাসীদের দিয়ে হয়ও না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিওএ’র কর্মকর্তা স্বীকার করছেন বিষয়টি। কিন্তু উর্ধ্বতন এক কর্মকর্তার ভয়ে মুখ খুলতে চাচ্ছেন না কেউ। জানা গেছে বিওএ’র ওই কর্মকর্তাই সাইক সিজার থেকে শুরু করে এসব বিদেশি অ্যাথলেটদের সন্ধান দিয়েছেন। বিদেশি নয়, দেশিদের দিকে নজর দিলে তারা আরও ভালো করতে পারবেন- এটিই হাংজু এশিয়াডে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বক্সার সেলিম হোসেন।
৫৭ কেজি ওজন শ্রেণিতে তাজিকিস্তানের প্রতিপক্ষকে নকআউট করে পৌঁছে গেছেন কোয়ার্টার ফাইনালে। সেখানে জিততে পারলেই ৩৭ বছর পর ফের এশিয়াডে পদকের মুখ দেখবে দেশের বক্সিং। সেই প্রত্যাশাতেই রয়েছেন বক্সাররা। চলমান এশিয়ান গেমসে প্রথম পদক এনে দেন নারী ক্রিকেটাররা। এর আগেও এশিয়ান গেমসে যা পদক এসেছে তা দেশি ক্রীড়াবিদদের মাধ্যমেই।