খেলা
এক ছাদের নিচে এশিয়ান গেমসের ৭২ বছরের ঐতিহ্য
স্পোর্টস রিপোর্টার, হাংজু (চীন) থেকে
২ অক্টোবর ২০২৩, সোমবার
অতীতকে ছাপিয়ে যাওয়ার যে চেষ্টা, তাতে এখন পর্যন্ত সফল বলা যায় চীনকে। বর্ণিল উদ্বোধনে চমকের শুরু, ধারাটা দেখা গেছে প্রায় প্রত্যেকটি ভেন্যুতে। বাদ যায়নি মেইন মিডিয়া সেন্টারও। হাংজুর ইন্টারন্যাশনাল এক্সপো সেন্টারে করা হয়েছে গেমসের প্রধাণ মিডিয়া সেন্টার। অংশগ্রহণকারী ৪৬টি দেশের প্রায় চার হাজার সংবাদকর্মী কাজ করছেন এখানে। নানা ভাবে সজ্জিত করা হয়েছে মিডিয়া সেন্টারটি। সাংবাদিকদের বিনোদনের জন্য রয়েছে নানা আয়োজন। সেখানে হঠাৎ করে হাজির করা হয়েছে এশিয়ান গেমসের ৭২ বছরের ঐতিহ্য। ১৯৫১ থেকে এই পর্যন্ত এশিয়ান গেমসের সব মশাল সারিবদ্ধভাবে সাজানো হয়েছে মেইন মিডিয়া সেন্টারের ওয়ার্কিং জোনের সামনে।
১৯৫১ সালে প্রথমবার নিউ দিল্লিতে হয়েছিল এশিয়ান গেমস। এরপর একে একে সাজানো সব গেমসের মশাল। এর মধ্যে হাংজুর মশালটি মাঝখানে বসানো হয়েছে। তার ডানদিনে জাকার্তা ও বামদিকে ইনচন এশিয়ান গেমসের মশাল। এবারেরটি সহ ১৯ গেমসের মশাল চারদিকে সাজানো হয়েছে। প্রতিটি মশাল প্রতিটি গেমসের লোগো সম্বলিত বোর্ডের ওপর এমনভাবে বসানো হয়েছে; যা দেখে যে কারোরই চোখ জুড়িয়ে যাবে।
৩০-৫০ মিটারের মধ্যে সাত দশকের বেশি সময়ের গেমসের মশালগুলো অলিম্পিক কাউন্সিল অব এশিয়া সংরক্ষণ করেছিল। তার প্রমাণ তো হাংজুতে যারা এসেছেন, তারা সবাই দেখেছেন। স্মৃতি হিসেবে ধরে রাখতে ছবিও তুলছেন। কেউবা ভিডিও করছেন। চীনারা সবসময় চমকে বিশ্বাসী। এবার মেইন মিডিয়া সেন্টারে এশিয়ান গেমসের মশালগুলো সাজানো তাদের অন্যতম চমক।