ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

রামোসের গোলে জয় বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১১:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

mzamin

সেভিয়ার হয়ে ক্লাব ক্যারিয়ার শুরু করেন তিনি। সবশেষ খেলেছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি)। স্পেনের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলেও রয়েছে অনেক মধুর স্মৃতি। তবে সার্জিও রামোসের নামটা শুনলেই ভেসে উঠে রিয়াল মাদ্রিদের রয়্যাল হোয়াইট জার্সি পরিহিত এক নির্ভীক ডিফেন্ডারের অবয়ব। যিনি এল ক্লাসিকোয় ক্ষুরধার পারফরম্যান্স দেখিয়ে বহুবার বার্সেলোনার আক্রমণ প্রতিহত করেছেন। রামোস ঠিকানা পাল্টে ফিরেছেন সেভিয়ায়। আর ক্লাবটির হয়েই আত্মঘাতী গোলে ব্লাউগ্রানাদের জয় উপহার দিলেন কাতালানদের পুরনো শত্রু রামোস। শুক্রবার অলিম্পিক লুইস কোম্পানিস স্টেডিয়ামে স্প্যানিশ লা লিগার ম্যাচে সেভিয়াকে ১-০ গোলে হারায় বার্সেলোনা।
ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে বার্সেলোনা। তবে সার্জিও রামোস, আদ্রিয়া পেদ্রোসাদের নিয়ে তৈরি সেভিয়ার রক্ষণে বারবার পরাস্ত হচ্ছিল ব্লাউগ্রানারা। অবশেষে ম্যাচের ৭৬তম মিনিটে রামোসের ভুলে জয়সূচক একমাত্র গোলটি পেয়ে যায় বার্সেলোনা। ডি-বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে বক্সের ভেতরে লামিনে ইয়ামালকে খুঁজে নেন ফেরান তরেস। ইয়ামাল হেডে ফারমিন লোপেজকে বল দেয়ার চেষ্টা করেন। তবে এর মাঝে বল রামোসের পায়ে লেগে কিছু বুঝে উঠার আগেই জালে জড়ায়। 
আত্মঘাতী গোল করলেও ম্যাচজুড়ে দুর্দান্ত ছিলেন সার্জিও রামোস। ৯০ মিনিট ম্যাচ খেলে ৫ বার বল ক্লিয়ার করেন সেভিয়ার এই স্প্যানিশ ডিফেন্ডার। শট ব্লক করেন একবার। গ্রাউন্ড ডুয়েলিংয়ে শতভাগ সাফল্য পাওয়া রামোস সঠিক পাস দেন ৮৮ শতাংশ। স্পেন জাতীয় দলের সাবেক সতীর্থ রামোসের প্রশংসা করে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বলেন, ‘ম্যাচের পর তার সঙ্গে কথা হয়নি। দেখাও হয়নি। সে অসাধারণ একজন ডিফেন্ডার। এই (৩৭ বছর) বয়সেও সে উঁচু পর্যায়ের ফুটবল খেলছে।’
জাভি বলেন, ‘আত্মঘাতী গোলটি তাকে (রামোস) পোড়ালেও এটা আমাদের এগিয়ে দিয়েছে। এটাই জীবন। আর ফুটবলই জীবন।’
রামোসের আত্মঘাতী গোলটি সেভিয়ার জন্য দুর্ভাগ্যজনক বলছেন জাভি। তিনি বলেন, ‘এই গোলটিতে যে কোনো ভালো ডিফেন্ডারের মতোই বল ঠেকাতে গিয়েছিল সে। তবে পায়ে লেগে সেটি ভেতরে চলে যায়। এটা তার জন্য এবং সেভিয়ার জন্য দুর্ভাগ্যজনক। সবমিলিয়ে সে দুর্দান্ত খেলেছে।’
৮ ম্যাচে ৬ জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে স্প্যানিশ লা লিগা টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। দুইয়ে থাকা জিরোনার পয়েন্ট ১৯। ৭ ম্যাচে ৬ জয় এবং ১ হারে ১৮ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল মাদ্রিদ। আর দ্বাদশ স্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ৭। 
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status