খেলা
তামিমের বাদ পড়া নিয়ে ভাবছেন না হাসান মাহমুদ
স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
তামিম ইকবালের জায়গা হয়নি বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে। দেশসেরা ওপেনারের বাদ পড়ায় টালমাটাল দেশের ক্রিকেটাঙ্গন। তবে বিষয়টি মোটেও ভাবাচ্ছে না টাইগার পেসার হাসান মাহমুদকে। বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে তিনি বলেন, দলের বাইরের বিষয় নিয়ে চিন্তিত নয় বিশ্বকাপ খেলতে যাওয়া সাকিববাহিনী। ইনজুরির অজুহাতে তামিম ইকবালকে বিশ্বকাপ স্কোয়াডে রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা। দেশসেরা ওপেনারের দাবি এমনই। ফেসবুকে দেয়া ভিডিও বার্তায় তামিম জানিয়েছেন, মূলত আফগানিস্তানের বিপক্ষে না খেলার এবং লোয়ার বা মিডল অর্ডারে খেলার প্রস্তাবে নিজে থেকেই সরে গিয়েছেন তিনি। আর ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’কে দেয়া সাক্ষাৎকারে হাসান মাহমুদ বলেন, ‘দলের বাইরে কী ঘটছে না ঘটছে, সেটা নিয়ে আমরা ভাবি না।
ভালো পারফরম্যান্সের জন্য আমরা রুটিন মেনে অনুশীলন করি যেন নিজেদের সেরাটা দিতে পারি। ব্যক্তিগতভাবে আমি এটা (তামিমের বাদ পড়া) নিয়ে বেশি ভাবছি না। কারণ আমি এখানে নিজের ভূমিকা পালন করতে এসেছি।’ দক্ষিণ আফ্রিকান পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের অধীনে বদলে গেছে বাংলাদেশের পেস বিভাগ। ইতোপূর্বে স্পিনকে মূল শক্তি হিসেবে ব্যবহার করা টাইগাররা এখন পেস নির্ভর হয়ে গিয়েছে। কোচ ডোনাল্ডের প্রশংসা করে হাসান মাহমুদ বলেন, ‘তার মতো কাউকে পাওয়া দারুণ ব্যাপার। তিনি সব সময়ই সাহায্য করেন। আমরা সাধারণত নতুন বলে এবং ডেথ ওভারে কীভাবে আরো ভালো বোলিং করা যায়, সেটা নিয়ে কথা বলি। তিনি নিজের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করেন।’
হাসান মাহমুদকে নিয়ে বাংলাদেশের পেস বিভাগকে নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানরা। দুজনই দ্বিতীয় বিশ্বকাপ খেলতে নামছেন। হাসান বলেন, ‘এক বছর ধরে আমরা পেসাররা একটা দল হিসেবে ভালো করছি। তাসকিন ও মোস্তাফিজ আমাদের দেশের জন্য ভালো করেছে। আইপিএলে খেলায় ভারতে খেলার ব্যাপারে বেশ ভালো অভিজ্ঞতাও আছে মোস্তাফিজের। সে তুলনায় একটু কম অভিজ্ঞ হিসেবে বিষয়টি সত্যিই আমার জন্য দারুণ ব্যাপার। সুযোগ পেলে নিজের সবটুকু উজার করেই বোলিং করবো।’