খেলা
বিশ্বকাপ বাছাইয়ের ক্যাম্পে তিন নতুন ফুটবলার
স্পোর্টস রিপোর্টার
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
অক্টোবরে ফুটবলে আসল পরীক্ষা বাংলাদেশ জাতীয় দলের। ১২ই অক্টোবর মালেতে বিশ্বকাপ বাছাই পর্বে প্রথম লেগে এবং ১৭ই অক্টোবর বসুন্ধরা কিংস অ্যারেনায় দ্বিতীয় লেগে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ দল। এই দুটি ম্যাচকে সামনে রেখে গতকাল ১৫ জনের আংশিক দল ঘোষণা করেছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। ক্যাম্পে প্রথমবারের মতো ডাক পেয়েছেন গত মৌসুমের প্রিমিয়ার লীগ থেকে অবনমিত হওয়া আজমপুর ফুটবল ক্লাবের মিডফিল্ডার জায়েদ আহমেদ ও ফরোয়ার্ড আরমান ফয়সাল।
এ দু’জনের সঙ্গে প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের শাকিল হোসেন। ২রা অক্টোবর এএফসি ক্লাব কাপে ভারতের ক্লাব ওড়িশ্যা এফসির মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। সেই ম্যাচের পর জাতীয় দলের ক্যাম্পে যোগ দিবেন কিংসের ফুটবলাররা। প্রাথমিক দলে ডাক পাওয়া ১৫ ফুটবলার আজ জাতীয় দলের ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করবেন। ক্লাবের খেলা শেষে আগামী ৩রা অক্টোবর জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন অধিনায়ক জামাল ভূঁইয়া।
গতকাল জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে হেড কোচ হাভিয়ার কাবরেরা নতুন ফিজিও হিসেবে পাচ্ছেন স্পেনের ডেভিড দোবারো ম্যাগানকে।বাংলাদেশের আংশিক দল: মিতুল মারমা, পাপ্পু হোসেন, ইসা ফয়সাল, শাকিল হোসেন, হাসান মুরাদ, আলমগীর মোল্লা, রহমত মিয়া, মোহাম্মদ হৃদয়, জায়েদ আহমেদ, রবিউল হাসান, দীপক রায়, ফয়সাল আহমেদ ফাহিম, সুমন রেজা, সাজ্জাদ হোসেন ও আরমান ফয়সাল আকাশ।