খেলা
তবে কি শুটিংকে বিদায় জানিয়ে দিবেন বাকী?
স্পোর্টস রিপোর্টার, হাংজু (চীন) থেকে
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
টানা ২০ মাস ইনজুরির সঙ্গে লড়াই করে ফেব্রুয়ারিতে রেঞ্জে ফিরেছিলেন আবদুল্লাহ হেল বাকী। জাতীয় চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেল বাদ দিয়ে বাকি অংশ নেন ৫০ মিটার রাইফেলে থ্রি পজিশনে। এই ইভেন্টে ২৭ মাস পর আন্তর্জাতিক আসরে অংশ নিলেন দেশ সেরা এই শুটার। তবে দীর্ঘ বিরতির পর আন্তজার্তিক রেঞ্জে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি বাকি। গতকাল এশিয়াডে ৪৫ শুটারের মধ্যে ৩৬তম হয়ে জানালেন শুটিংটা আর আগের মতো উপভোগ করতে পারছেন না। ২০১৯ সালে কলকাতায় শুটিং লীগে অংশ নিতে গিয়ে ব্যথাটা প্রথম টের পান আবদুল্লাহ হেল বাকী। সমস্যাটার শুরুটা হঠাৎ করেই।
সেখানে একজন চিকিৎসক দেখানোর পর ঢাকায় ফিরে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে দিয়ে চিকিৎসা করান। সেরেও উঠেছিলেন। এরপর টোকিও অলিম্পিকে যাওয়ার আগে ২০২১ সালের জুনে সমস্যাটা আবার দেখা দেয়। বাকি সর্বশেষ চোটে পড়েন ২০২২ সালের জানুয়ারিতে। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আইএসএসএফ গ্রাঁ প্রি টুর্নামেন্টের বাছাইয়ের জন্য অনুশীলনের চেষ্টা করছিলেন তখন। কিন্তু কাঁধে রাইফেল তুলে পজিশন নিলেই কোমরের বাঁ পাশে ব্যথা বাড়তে শুরু করে।
ব্যথার তীব্রতা এত বেশি ছিল যে শেষ পর্যন্ত ক্যাম্প ছেড়ে বাড়িতে চলে যান বাকি। কোমরের চোটের উন্নত চিকিৎসা করিয়ে বাকি এখন সুস্থ। তবে চোট সারলেও ১০ মিটার ইভেন্টে আর কখনোই অংশ নিতে পারবেন না তিনি। ১০ মিটারের ক্যারিয়ার যে শেষ হয়ে গেছে, সেটা যেন বুঝতে পেওে ৫০ মিটার থ্রি পজিশনে মনো দিয়েছেন দেশের অন্যতম এই সেরা শুটার। কাল হাংজুতে নিজের ইভেন্টে ছেড়ে আসার ব্যাখ্যায় তিনি বলেন, ‘আমি যখন রাইফেল লক করি বা শট করার চেষ্টা করি, তখন ৪০ মিনিট পর মনোসংযোগে বিঘ্ন ঘটে। কোমরে ব্যথা শুরু হয়। একনাগাড়ে দেড়-দুই ঘণ্টা দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। বিশেষ করে বাছাইপর্বের জন্য লাগে দেড় ঘণ্টার বেশি সময়। ফাইনালেও এক ঘণ্টা লাগে। সব মিলিয়ে আড়াই ঘণ্টা দাঁড়িয়ে থাকার মতো ফিট অবস্থায় নেই আমি।
এ জন্য এই ইভেন্ট আর করতে পারবো না। ৫০ মিটারে এক নাগাড়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় না। তিন পজিশনে খেলা যায় তাই এটাকে নিয়েছি।’ গতকাল তিন পজিশনের মধ্যে বসে এবং শুয়ে ভালো করেছেন বাকি। এই দুই পজিশনে বাকির স্কোর ৯৫ ও ৯৯ এবং ৯৮ ও ৯৯। খারাপ করেছেন দাঁড়িয়ে থাকা অবস্থায় শুট অফে অংশ নিয়ে। সেখানে তার স্কোর ৯৩ ও ৯০। দাঁড়িয়ে খারাপ করার কারণ ইনজুরি কিনা জানতে চাইলে বাকি বলেন, ‘সেটা একটা সমস্যা তো আছেই। তাছাড়া আমার রাইফেলে একটু সমস্যা আছে। কাল জুড়ি আমার রাইফেলের একটা অংশ ছোট করে দিয়েছে। যা আমার কাছে নতুন। যে কারণে আমার টার্গেটে কিছুটা সমস্যা হয়েছে।’ নতুন এই ইভেন্টে কতো দিন শুটিং চালিয়ে যেতে চান জানতে চাইলে বাকি বলেন, ‘আসলে ইনজুরি থেকে ওঠার পর শুটিংটা আগের মতো ইনজয় করতে পারছি না। এভাবে হয়তো বেশি দিন খেলাটা চালিয়ে যেতে পারবো না। তবে খেলা ছাড়লেও শুটিংয়ের সাথেই থাকবো’ ২০০৮ সালে পাকিস্তানের দক্ষিণ এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন বাকি। এসএ গেমসে স্বর্ণ জয়ের পাশাপাশি ২০১৪ সালে গ্লাসগো ও ২০১৮ সালে গোলকোস্ট কমনওয়েলথ গেমসে রৌপ্য জেতেন বাকি।