খেলা
এশিয়ান গেমসের সেমিফাইনালে ইমরান
স্পোর্টস রিপোর্টার, হাংজু (চীন) থেকে
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
হাংজু এশিয়ান গেমসের মুল ভেন্যু অলিম্পিক স্টেডিয়ামে কাল ট্রাকে নেমেছিলেন ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে ৫ নম্বর হিটে দৌড়েছেন বাংলাদেশের এই দ্রুততম মানব। ৯ নম্বর লেনে ১০.৪৪ টাইমিংয়ে তৃতীয় হয়ে সেমিফাইনালে উঠেছেন তিনি। পাঁচ হিট মিলিয়ে ইমরানুর ১৭তম হয়েছেন। আজ সেমিফাইনালে ট্রাকে নামবেন অ্যাথলেটিক্সে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। গেমসের অন্যতম আকর্ষণ ১০০ মিটার স্প্রিন্ট। তাই স্থানীয় সময় রাত ১০ টার সময়েও প্রায় পরিপূর্ণ ছিল অলিম্পিক সেন্টার স্টেডিয়াম। গেমসের নিয়মানুযায়ী পাঁচ হিটের প্রথম চার জন করে বিশ জন এবং বাকি ২০ জনের মধ্যে সর্বোচ্চ ৪ টাইমিংধারী সেমিফাইনালে খেলবেন।
আজ বিকালে ২৪ জন তিন হিটে সেমিফাইনালে লড়বেন ফাইনালে ওঠার জন্য। সেমিফাইনালে আরো ভালো করতে চান জানিয়ে মিক্সড জোনে ইমরানুর রহমান বলেন, ‘আমি আমার ক্যারিয়ার সেরা টাইমিং করতে পারলেই সেমিফাইনাল খেলবো। সে লক্ষ্যেই কাল দৌড়াবো।’ ইমরানুরের ক্যারিয়ার সেরা টাইমিং ১০.১১। কিছুদিন আগে ইংল্যান্ডের একটি আঞ্চলিক টুর্নামেন্টে এই সময় নিয়ে দৌড় শেষ করেন ইমরান। যা আন্তর্জাতিক অ্যাথলেটিক্সের অনুমোদন প্রাপ্ত। এই টাইমিং সেমিফাইনালে করতে পারলে ফাইনাল খেলা সম্ভব জানিয়ে তিনি বলেন, আমি নয় নম্বর লেনে ছিলাম। সাত নম্বর লেন থেকে আমাকে বারবার বিরক্ত করা হচ্ছিল। এতে আমার মনসংযোগ বিঘ্নিত হয়েছে। তাছাড়া সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় এক পর্যায়ে গিয়ে আমি পুরো অ্যাফোর্ট দেখাইনি। আশা করি সেমিফাইনালে পুরো অ্যাফোর্ট দিতে পারবো। তার জন্য প্রস্তুতি আছি।’