খেলা
কাবাডিতে ভারতের গ্রুপে বাংলাদেশ
স্পোর্টস রিপোর্টার, হাংজু (চীন) থেকে
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবারএশিয়ান গেমসে খেলতে এখন হাংজুতে বাংলাদেশ পুরুষ ও মহিলা কাবাডি দল। গতকাল তাদের উপস্থিতিতে গ্রুপিংও চূড়ান্ত হয়েছে। পুরুষ বিভাগে ‘এ’ গ্রুপে লড়বে বাংলাদেশ। প্রতিপক্ষ ভারত, চাইনিজ তাইপে, থাইল্যান্ড ও জাপান। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ইরান, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান ও মালয়েশিয়া। প্রশ্ন উঠেছে ফিকশ্চার নিয়ে। নিয়ম অনুযায়ী আগের আসরের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুই গ্রুপে খেলবে। কিন্তু ফিকশ্চারে দেখা যায় চ্যাম্পিয়ন ইরান ও রানার্সআপ দক্ষিণ কোরিয়া খেলছে একই গ্রুপে। অন্যদিকে মেয়েদের খেলায় সাতটি দেশ অংশ নিচ্ছে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইরান ও নেপাল। ‘এ’ গ্রুপে খেলবে ভারত, চাইনিজ তাইপে, থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়া। ২রা অক্টোবর পুরুষ বিভাগে জাপানের বিপক্ষে এবং মেয়েদের বিভাগে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।