ঢাকা, ৪ ডিসেম্বর ২০২৩, সোমবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

রাজনীতি

বিএনপি অংশগ্রহণ না করলেও নির্বাচন থেমে থাকবে না: সালমান এফ রহমান

স্টাফ রিপোর্টার

(২ মাস আগে) ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৫:১২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৫৯ অপরাহ্ন

mzamin

বি‌দেশীরা বর্তমান সরকার‌কে আগামীতে আর ক্ষমতায় দেখতে চায় না, বিএনপি নেতাদের এই ধর‌নের মন্তব্যকে গুজব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ৷ তিনি বলেছেন, নির্বাচন সং‌বিধান অনুযায়ীই হ‌বে, কেউ অংশগ্রহণ না কর‌লে নির্বাচন থে‌মে থাক‌বে না। আসন্ন নির্বাচনে অংশ নিতে বেশিরভাগ দলই প্রস্তুত৷  
বৃহস্পতিবার সকা‌লে ঢাকার নবাবগঞ্জে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ‌্যালয় মা‌ঠে আগামী দ্বাদশ নির্বাচন উপল‌ক্ষে কেন্দ্রভি‌ত্তিক নির্বাচন প‌রিচালনা ক‌মি‌টির সদস‌্যদের সাথে মত‌বি‌নিময় ও কর্মশালা অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।
সালমান এফ রহমান ব‌লেন, বি‌দেশী‌দের একটাই চাওয়া তা হচ্ছে, বাংলাদেশে আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠ ও শা‌ন্তিপূর্ণ নির্বাচন হোক। তা‌দের চাওয়া এবং সরকা‌রের চাওয়া এক। বর্তমান সরকারও অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধ পরিকর৷ 

তিনি বলেন, প্রধান বিরোধী দল বলেছে, তারা নির্বাচন হতে দেবে না। যুক্তরাষ্ট্র বলেছে, যারা নির্বাচন বাধাগ্রস্ত করবে, তাদের বিধিনিষেধ দেবে।
 

নেতাকর্মী‌দের উ‌দ্দে‌শ্যে তিনি  ব‌লেন, 'আওয়ামী ল‌ী‌গের নেতাকর্মীরা শুধু আওয়ামী লী‌গের কা‌ছে নয়,যারা নির‌পেক্ষ মানুষ আ‌ছে তা‌দের কা‌ছে পৌঁছা‌তে হ‌বে। এমনকি যারা আওয়ামী লীগ‌কে ভোট দি‌বে না, তা‌দের কা‌ছেও যে‌তে হ‌বে । দেশের উন্নয়নের নানা চিত্র সবার কা‌ছে তুলে ধরে নৌকার জন‌্য ভোট চাওয়ার নি‌র্দেশ দেন তিনি।'

বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলে এবং সব ভোটারদের কাছে যেতে পারলে নৌকার জয় নিশ্চিত জানিয়ে আগামী নির্বাচনে করণীয় সম্পর্কে নেতা-কর্মীদের নির্দেশনা দেন  ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান।

বর্তমান সরকারের গত প্রায় ১৫ বছ‌রে দে‌শের উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দেশের প্রতিটি ঘরে ঘরে সরকার বিদ্যুত পৌঁছে দিয়েছে৷ দেশ আজ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত হয়েছে৷ তাই সময়ের সাথে সাথে আমাদেরকেও এগিয়ে যেতে হবে৷

রাজনীতি থেকে আরও পড়ুন

   

রাজনীতি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status