ভারত
হায়দরাবাদে বাবর আজম, গুয়াহাটিতে সাকিব আল হাসানকে ঘিরে উৎসাহের জোয়ার
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ১০:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৪০ পূর্বাহ্ন

ভারতে বিশ্বকাপ খেলতে পাকিস্তান ও বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল পৌঁছেছে। নিজামের শহর হায়দরাবাদ মেতেছে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমকে নিয়ে, গুয়াহাটি মাতোয়ারা হয়েছে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে।
একজন বিশ্ব ক্রিকেটের এক নম্বর ব্যাটার। অন্যজন বিশ্বকাপের একটি টিমের ক্যাপ্টেন। দুজনের মধ্যে কার্যত কোনও তুলনা না হলেও হায়দরাবাদ যেমন মেতে উঠেছে পাকিস্তান নিয়ে, তেমনই আসাম এর গুয়াহাটি শহর মেতে উঠেছে বাংলাদেশ নিয়ে।
প্রচুর প্রবাসী বাংলাদেশি থাকেন গুয়াহাটিতে। তাঁরা উচ্ছ্বসিত সাকিবদের নিয়ে। হায়দরাবাদ এবং গুয়াহাটিতে প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান ও বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেটারদের কাছে ভারত যেমন অপরিচিত নয়, ঠিক ততটাই অপরিচিত পাক ক্রিকেটারদের ক্ষেত্রে। সাত বছর পর ভারতে এল পাকিস্তান। শেষবার দুহাজার ষোলো সালে এসেছিলো পাকিস্তান একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে। অসুস্থতার কারণে বাবর আজম সেবার দলের সঙ্গে আসতে পারেননি। তার জন্যেও এটি প্রথম ভারত সফর। বস্তুত, মোহাম্মদ নাওয়াজ ও সালমান আলি আগা ছাড়া ভারতীয় অভিজ্ঞতা পাক ক্রিকেটারদের কারও নেই। পাক দলটি লাহোর থেকে রওয়ানা হয়ে ন ঘন্টা দুবাইয়ে কাটিয়ে হায়দরাবাদ পৌঁছেছে বুধবার রাতে। বাংলাদেশ দলটিও ঢাকা থেকে গুয়াহাটি পৌঁছেছে বুধবার সন্ধ্যায়। সাকিব আল হাসানের সঙ্গে তামিম ইকবালের মত পার্থক্যর বিষয়টি গুয়াহাটির সংবাদ মাধ্যমের খাদ্য। কিন্তু, তার জন্য সাকিব বন্দনায় ভাটা পড়েনি। দু দলের প্রাকটিস ম্যাচ ঘিরে আগ্রহও তুঙ্গে।