ঢাকা, ৭ এপ্রিল ২০২৫, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শাওয়াল ১৪৪৬ হিঃ

ভারত

বায়ুদূষণ রুখতে কৃত্রিম বৃষ্টি ঝরানো হবে নয়াদিল্লিতে

মানবজমিন ডিজিটাল

(১ দিন আগে) ৬ এপ্রিল ২০২৫, রবিবার, ৩:১৮ অপরাহ্ন

mzamin

বায়ু দূষণ মোকাবেলায় এবার ভারতের রাজধানী নয়াদিল্লির বুকে কৃত্রিম বৃষ্টি ঝরানোর কথা ভাবছে প্রশাসন। জানালেন দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা। তিনি জানিয়েছেন, দূষণের মোকাবিলা করার একাধিক পন্থা ভেবেছে সরকার। কৃত্রিম বৃষ্টি তার মধ্যে অন্যতম। আপাতত আগামী মে মাসে পরীক্ষামূলকভাবে এই কাজ করা হবে। পরিবেশবিদদের পরামর্শ মেনেই এগোবে সরকার। 

মন্ত্রী বলেন, দিল্লির বাইরের একটি এলাকায় এই পরীক্ষা চালানো হবে এবং চূড়ান্ত স্থান নির্বাচন করবে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এবং আইআইটি কানপুর। মনজিন্দর সিং বলেন, এই পরিকল্পনাটি একাধিক পদ্ধতি ব্যবহার করে দূষণ মোকাবেলার একটি বৃহত্তর কৌশলের অংশ। দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে বছরের একটা বড় সময় ধরে বায়ুদূষণের দাপট দেখা যায়। উৎসবের মরসুমের পর দূষণ মাত্রা ছাড়ায় প্রতি বছর। 

দিল্লির সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের রিপোর্টে দাবি, ২০২৪ সালে মাত্র ১২১ দিন রাজধানীর বাতাস পরিষ্কার ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) মাপকাঠি অনুযায়ী প্রতি ঘনমিটারে পিএম ২.৫-এর সহনীয় মাত্রা ৫ মাইক্রোগ্রাম। সেখানে নয়াদিল্লির দূষণের মাত্রা অনেক বেশি।

রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালে দিল্লিতে বার্ষিক পিএম ২.৫ এর মাত্রা ছিল প্রতি ঘনমিটারে ১০৪.৭ মাইক্রোগ্রাম। এই মান বাতাসের জাতীয় গুণমানের সর্বোচ্চ মাত্রার (প্রতি ঘনমিটারে ৪০ মাইক্রোগ্রাম) আড়াই গুণেরও বেশি। দিল্লির পরিবেশ মন্ত্রীর কথায়, ‘দূষণের বিরুদ্ধে আমরা যুদ্ধে নামছি এবং আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়ে কাজ করছি, যার মধ্যে কৃত্রিম বৃষ্টিপাত অন্যতম। বৃহৎ পরিসরে এটি বাস্তবায়নের আগে, আমরা মে মাসে যখন গ্রীষ্মকাল চরমে থাকবে তখন একটি পরীক্ষামূলক ব্যবস্থা পরিচালনা করার চেষ্টা করব।’

তিনি আরও বলেন, 'ক্লাউড সিডিংয়ে ব্যবহৃত রাসায়নিকগুলি মানব স্বাস্থ্য বা পরিবেশের উপর কোনও ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে কিনা তা নির্ধারণের জন্য আমরা বিস্তারিত রিপোর্ট চেয়েছি। সেই রিপোর্টের তথ্যের উপর ভিত্তি করে আমরা পরীক্ষানিরীক্ষা চালাব, পানির নমুনা সংগ্রহ করব। পরীক্ষামূলক কৃত্রিম বৃষ্টি যদি সফল হয়, অতিরিক্ত দূষণের সময় সমগ্র দিল্লিতে এই প্রক্রিয়া চালু করা হবে।’

সূত্র: এনডিটিভি

পাঠকের মতামত

আমাদের খবর কী

জনতার আদালত
৬ এপ্রিল ২০২৫, রবিবার, ৭:৫৯ অপরাহ্ন

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status