ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

অনলাইন

সুষ্ঠু নির্বাচন, খালেদার মুক্তি, ম্যাগনিটস্কি স্টাইল স্যাংশনের দাবি অস্ট্রেলিয়ার এমপির

তারিক চয়ন

(১ বছর আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১২:১১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন

mzamin

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং ম্যাগনিটস্কি স্টাইল স্যাংশন আরোপের  দাবি জানিয়েছেন অস্ট্রেলিয়ার এমপি আবিগালি বয়েড। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে 'অস্ট্রেলিয়ান গ্রিনস' দলের এমপি আবিগালি বয়েড গত ২১ সেপ্টেম্বর স্পিকারের উদ্দেশ্যে প্রথম পয়েন্টে বলেনঃ এই হাউস যেনো নোট করে যে-

(এ) ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অফ পিস অনুযায়ী ১৫ বছরেরও বেশি সময় আগে বাংলাদেশে একটি বৈধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল,

(বি) ২০১৪ এবং ২০১৮ সালে বাংলাদেশের দুটি কারচুপি এবং বিতর্কিত নির্বাচনের নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা। তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন 'সমর্থনে' ব্যর্থ হন,

(সি) ইউরোপীয় ইউনিয়নের অনুসন্ধান জানাচ্ছে- বাংলাদেশে ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন সহিংসতায় ধ্বংস হয়েছিল,

(ডি) ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্ট, আর. কেনেডি হিউম্যান রাইটস এবং অন্যান্য মানবাধিকার সংস্থাগুলো বাংলাদেশে জোরপূর্বক গুমের সংখ্যা এবং ভিক্টিমদের ন্যায়বিচারের পাওয়ার অধিকার না দেওয়া নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন,

(ই) হিউম্যান রাইটস ওয়াচ এর অনুসন্ধান জানাচ্ছে- জোরপূর্বক গুমের সাথে বাংলাদেশ সরকারের জড়িত থাকার বিষয়টি অব্যাহত রয়েছে।

(এফ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন উল্লেখ করেছেন, নিজ দেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে দুর্বল করেন এমন বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করার নীতি গ্রহণ করছে যুক্তরাষ্ট্র।

(জি) ২০২১ সালে বাইডেন প্রশাসন বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে এবং

(এইচ) বাংলাদেশি নেত্রী খালেদা জিয়ার রাজনৈতিকভাবে পক্ষপাতমূলক কারাবরণ নিয়ে বৃটিশ পার্লামেন্টে আলোচনা হয়েছে এবং ২০১৮ সালের সাধারণ নির্বাচন যেভাবে পরিচালনা করা হয়েছে তা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে।

২০১৯ সাল থেকে নিউ সাউথ ওয়েলস লেজিসলেটিভ কাউন্সিল (নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের উচ্চকক্ষ) এর সদস্য আবিগালি বয়েড দ্বিতীয় পয়েন্টে বলেনঃ এই হাউস যেনো অস্ট্রেলিয়ান সরকারকে আহ্বান জানায়-

(এ) নির্বাচন সুষ্ঠু, বেআইনি কর্মকাণ্ড ও হস্তক্ষেপমুক্ত হওয়া নিশ্চিত করতে আসন্ন জাতীয় নির্বাচনের স্বাধীন তদারকি মেনে নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন করতে,

(বি) অবিলম্বে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক রাজবন্দীর মুক্তির দাবি করতে,

(সি) এমন একটি বিচার ব্যবস্থার প্রবর্তনকে সমর্থন করতে যা কিনা সকল বাংলাদেশিদের জন্য সহজ এবং ন্যায্য হবে,

(ডি) বাংলাদেশে মানবিক ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে নিজেদের চলমান ব্যর্থতার জন্য শেখ হাসিনা, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং ডিবি পুলিশের সদস্যদের বিরুদ্ধে ম্যাগনিটস্কি স্টাইল স্যাংশন আরোপ করতে।

উল্লেখ্য, দীর্ঘ ৯ বছর পর, ২০২২ সালের ২৩ মে 
আবিগালি বয়েডের (অস্ট্রেলিয়ান গ্রিনস) দল সহ ফের অস্ট্রেলিয়ায় সরকার গঠন করে ক্ষমতাসীন লেবার পার্টি। সম্প্রতি, (গত ১৪ সেপ্টেম্বর) পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে দাঁড়িয়ে এই অস্ট্রেলিয়ান গ্রিনস দলেরই আরেক নেতা, দেশটির প্রভাবশালী সিনেটর ডেভিড শুব্রিজ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানে অস্ট্রেলিয়া সরকারের দাবি পরিষ্কার করার আহবান জানিয়ে এ বিষয়ে আশু পদক্ষেপ গ্রহণে নিজ সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status