ঢাকা, ৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ২০ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

খেলা

পাপনের সঙ্গে বৈঠক শেষে বিসিবি ছেড়েছেন মাশরাফি

স্পোর্টস রিপোর্টার

(২ মাস আগে) ২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৪:৩২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

mzamin

অধিনায়কত্ব ছেড়েছেন ২০২০ সালের মার্চে। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো পদেও নেই তিনি। তবুও সংকটে পড়লেই এই সাবেক অধিনায়কের শরণাপন্ন হয় বিসিবি। এর আগে তামিমের আকস্মিক অবসরে ও নাটকীয় প্রত্যাবর্তনের ঘটনায়ও তিনি মধ্যস্থতা করেছিলেন। এবার বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্ব মেটাতে হাজির হন মাশরাফি। ইতিমধ্যে বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের সঙ্গে বৈঠক শেষে বিসিবি ছেড়ে গেছেন তিনি।

আজ দুপুর ২টা নাগাদ বিসিবিতে প্রবেশ করেন মাশরাফি। এরপর দেড়ঘণ্টা পর তাকে বিসিবি অফিস ছেড়ে বের হয়ে যেতে দেখা যায়। পাপনের সঙ্গে বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে এখনও কোনো পক্ষই কিছু জানায়নি। তবে ধারণা করা হচ্ছে সাকিব তামিম ইস্যুতেই পাপনের সঙ্গে বৈঠকে বসেছিলেন মাশরাফি।

আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন
এই ম্যাচের ইনিংস বিরতিতে বিশ্বকাপের দল ঘোষণা করার কথা রয়েছে। মূলত তামিম এখনও চোট কাটিয়ে পুরোপুরি ফিট হতে পারেননি, নিজেই জানিয়েছেন সেটা। এটা শোনার পর শতভাগ ফিট নন এমন ক্রিকেটারকে বিশ্বকাপে নিতে চান না বলে জানিয়ে দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান ও হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে।

পাঠকের মতামত

জনগনের মনযোগ অন্যদিকে সরানোর জন্য আপ্রাণ চেষ্টা হচ্ছে....সামনে আরেকটা রাতের নির্বাচন দেখতে পাবে এই চোখ খোলা রেখেও ঘুমিয়ে থাকা জাতি।

Maruf
২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ৬:১১ অপরাহ্ন

দেশের অবস্থা ত্রাহি মধুসূদন এর মধ্যে কিছু বলদ জনগনের মনে এতরং যে তারা আছে উইকেট গনা নিয়া। হায়রে জনগন।

Siddq
২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৪:৫১ পূর্বাহ্ন

তামিম, মাহমুদউল্লাহ, মুশফিক এদের বয়স হচ্ছে অবসর নেওয়ার সময় হয়েছে, নিজ থেকে অবসর নোওয়া বুদ্ধিমানের কাজ। তামিম সিদ্ধান্ত নিয়েও আবার পিছিয়ে এসেছে এখন ফর্ম নরবড়ে বাদ পরটাই স্বাভাবিক।

Milon Azad
২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৪:২৬ পূর্বাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status