কলকাতা কথকতা
পেঁয়াজে ৪০% রপ্তানি শুল্ক প্রত্যাহারের দাবি, বিক্ষোভের হুমকি ভারতের ব্যবসায়ীদের
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন

ভারতের মধ্যে মহারাষ্ট্রের নাসিককে বলা হয়ে থাকে পেঁয়াজের আগার। দেশের চাহিদা মিটিয়ে নাসিকের পেঁয়াজ ব্যবসায়ীরা বিদেশে বিশেষ করে বাংলাদেশ ও আরব কান্ট্রিগুলিতে পেঁয়াজ রপ্তানি করে থাকে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার পেঁয়াজের রপ্তানি কর ৪০ শতাংশ বাড়িয়ে দিয়েছে। উদ্দেশ্য, দেশজ সাপ্লাইলাইন ঠিক রাখা। নাসিকের ব্যবসায়ীদের দাবি- পেঁয়াজের আকাল এখন অনেকটাই কমেছে। এক কুইন্টাল পেঁয়াজের দাম ছয় হাজার রুপি থেকে দুহাজার রূপিতে পৌঁছেছে। এখন আর রপ্তানি করে ৪০ শতাংশে বাড়ানোর কোনো প্রয়োজন নেই।
ওনিয়ন ম্যার্চেন্টস এসোসিয়েশনের প্রমুখ ভারত দৌকুলে বলেছেন, রপ্তানি ব্যায় বেড়ে যাওয়ায় বিদেশে ভারতীয় পেঁয়াজের দাম বেড়ে গেছে। ফলে, রপ্তানির বাজার সংকুচিত হয়েছে। এর ফলে মার খাচ্ছে কৃষকরা। তারা সিদ্ধান্ত নিয়েছে, চলতি সপ্তাহের মধ্যে যদি রপ্তানি কর আগের অবস্থায় ফিরে না আসে তাহলে তারা দিল্লিতে গিয়ে বিক্ষোভ দেখাবেন।
এদিকে টম্যাটো চাষীদের মাথায় হাত। কয়েক সপ্তাহ আগে যেখানে টম্যাটো ২০০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছিলো, ফলন ভালো হওয়ায় তা নেমে দাঁড়িয়েছে ২০ টাকা প্রতি কিলো। চাষীরা বলছেন-তাদের মেহনতের দাম পাচ্ছেন না। অভিযোগ, কৃত্রিম পদ্ধতিতে দাম বাড়িয়ে মুনাফা তোলার চেষ্টা করেছিলেন একদল অসাধু ব্যবসায়ী।