অনলাইন
বাংলাদেশে মিডিয়া খাতে “আদানি মডেল”?
আলী রীয়াজ
(২ মাস আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:২২ পূর্বাহ্ন

বাংলাদেশের গণমাধ্যম খাতের রাজনৈতিক অর্থনীতি বিষয়ে আলোচনা সীমিত বললেও বেশি বলা হয়। গণমাধ্যম নিয়ে বাংলাদেশে যত ধরনের গবেষণা কাজ হয় তাতে আধেয় বিশ্লেষণ (বা কন্টেন্ট এ্যানালাইসিস)-এর প্রাধান্য লক্ষণীয়। এই ধরনের কাজের গুরুত্বকে খাটো না করেও বলা যেতে পারে যে এতে করে গণমাধ্যম সেক্টরের পূর্নাঙ্গ চিত্র পাওয়া যায়না; অন্তত এই প্রশ্নের উত্তর মেলেনা যে গণমাধ্যমের আধেয় কেনো এই রকম হয়। এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্যে বোঝা দরকার গণমাধ্যমের মালিক কারা এবং এই ধরনের মালিকানার কাঠামো কেনো গড়ে উঠেছে।
বাংলাদেশের গণমাধ্যমগুলোর মালিকানা বিষয়ে মোহাম্মদ সাজ্জাদুর রহমান এবং আমি ২০২১ সালের এক গবেষণায় যে তিনটি বিষয় লক্ষ্য করেছিলাম তা হচ্ছে – প্রথমত গণমাধ্যমের, বিশেষত ইলেকট্রনিক মাধ্যমের, মালিকানা লাভের সঙ্গে ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত থাকা আবশ্যিক শর্ত; দ্বিতীয়ত এসব গণমাধ্যমের পরিচালকদের এক বড় অংশই হচ্ছেন পরিবারের সদস্যরা; অর্থাৎ একই পরিবারের সদস্যরা একই গণমাধ্যমের পরিচালক বোর্ডের সদস্য; মালিকানার এক বৃত্তচক্র। তৃতীয়ত এসব গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিক ব্যবসাপ্রতিষ্ঠান এবং মালিকেরা অন্যান্য এমন সব ব্যবসার সঙ্গে যুক্ত যেগুলো কেবল বিতর্কিতই নয়, এই সব ব্যবসাখাতে বড় ধরনের ঋণ খেলাপিদের উপস্থিতি আছে এবং এইসব খাতে গত এক দশকের বেশি সময় ধরে সরকারের পক্ষ থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বড় ধরনের ভর্তুকি দেয়া হয়েছে। গণমাধ্যম খাতের এই মডেল ক্ষমতাসীনদের প্রতি গণমাধ্যমের মালিকদেরই শুধু নয় গণমাধ্যমগুলোকেই ‘কৃতজ্ঞ’ করে রেখেছে।
গণমাধ্যমগুলোর ওপরে ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণ আরোপের এই মডেলের প্রধান বিষয় হচ্ছে গণমাধ্যমগুলোকে ব্যক্তি মালিকানায় রেখেই সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা। সারা বিশ্বেই স্বৈরাচারী সরকারগুলো এই মডেলকেই অনুসরণ করে আসছে। এর সঙ্গে এখন যুক্ত হচ্ছে একক ব্যক্তি বা গোষ্ঠীর হাতে অনেকগুলো গণমাধ্যমের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার মডেল। বাংলাদেশে এই ধরনের মডেল আমরা দেখতে পেয়েছি ব্যাংকিং খাতে। অন্যদিকে গণমাধ্যম সেক্টরে ভারতে এই মডেলের প্রতিনিধি হয়ে উঠেছে গৌতম আদানি।
[লেখকঃ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর, আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক সিনিয়র ফেলো এবং আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট। লেখাটি ফেসবুক থেকে নেয়া]
পাঠকের মতামত
আপনার লেখা সব সময়ই একটি পক্ষকে সমর্থন করা হয় । আপনার কাছে নিরপেক্ষ লেখা প্রত্যাশা করি ।
বাস্তবধর্মী গবেষনার জন্য আপনাকে ধন্যবাদ।
গণমাধ্যম নিয়ে এরকম চিন্তা কিম্বা গবেষণা বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রথম! এ নিয়ে আরো ব্যাপক চিন্তা-ভাবনা, গবেষণা এখন থেকে শুরু করা প্রয়োজন। ধন্যবাদ প্রফেসর আলী রিয়াজ সাহেবকে।
মন্তব্য করুন
অনলাইন থেকে আরও পড়ুন
অনলাইন সর্বাধিক পঠিত
ইন্ডিয়া টুডে'র প্রতিবেদন/ বাংলাদেশে 'দুই বেগমের যুদ্ধে' ভারত-চীন এক শিবিরে, যুক্তরাষ্ট্র অন্যদিকে
দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ/ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]