খেলা
আবার দেখা যাবে মেসি রোনালদোর লড়াই!
স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার
২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০১৮ সাল পর্যন্ত ক্লাবটিতে ছিলেন পর্তুগিজ সুপারস্টার। স্প্যানিশ লা লিগায় এই ৯ বছরে এল ক্লাসিকোর মোড়কে বহুবার মঞ্চস্থ হয়েছে রোনালদো ও লিওনেল মেসির লড়াই। সিআরসেভেনের ৩ বছর পর স্পেন ছাড়েন এলএমটেনও। তবুও ইউরোপিয়ান প্রতিযোগিতায় দেখা হতো দুই ফুটবল গ্রেটের। তবে ইউরোপ ছাড়ায় দুই মহাতারকার মুখোমুখি লড়াই দেখার সুযোগ হচ্ছে না দর্শকদের। ফুটবলপ্রেমীদের জন্য সুখবর রয়েছে। নতুন বছরেই দেখা হতে পারে রোনালদো ও মেসির।
গত ২৫শে জুলাই ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয় সৌদি প্রো লীগের দল আল নাসর এফসি এবং ফরাসি লিগ ওয়ান জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। সেই ম্যাচে সবশেষ মুখোমুখি লড়াইয়ে নামেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। এরপরই পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের দল ইন্টার মায়ামিতে যোগ দেন আর্জেন্টিনা অধিনায়ক। ক্রীড়া গণমাধ্যম গোলডটকমের খবর, আগামী বছর আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হতে পারেন রোনালদো ও মেসি। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সূত্রের বরাত দিয়ে গোলডটকমের প্রতিবেদনে বলা হয়, নতুন বছরে পর্তুগাল, ইংল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ডস এবং ফ্রান্সের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে আর্জেন্টিনা। গুঞ্জন সত্যি হলে, আবারো মুখোমুখি লড়াইয়ে নামতে পারেন রোনালদো ও মেসি। গোলডটকম জানিয়েছে, প্রীতি ম্যাচগুলোর পরিকল্পনা করলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। এ ব্যাপারে আগামী নভেম্বরে সিদ্ধান্ত নেবে এএফএ। এদিকে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল জানিয়েছে, কনমেবল এবং উয়েফার অন্তর্ভুক্ত দলগুলো নিয়ে একটি ফ্রেন্ডলি টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি চলছে। ‘কোপা ইন্টারফেডারেশনস’ পরিকল্পনাধীন এই প্রতিযোগিতা শুরু হলে প্রত্যেক বছরই দেখা হতে পারে আর্জেন্টিনা ও পর্তুগালের। দেখা হতে পারে রোনালদো ও মেসিরও।
সবশেষ ২০১৪ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও পর্তুগাল। মোট ৮ বার দুই দলের দেখা হয়েছে। তাতে ৫ জয় আর্জেন্টিনার। ২ ম্যাচ জিতেছে পর্তুগাল। একটি ড্র।