ভারত
অমিত শাহ’র মন্তব্যে দেশজুড়ে ক্ষোভ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ সপ্তাহ আগে) ১৪ জুন ২০২২, মঙ্গলবার, ১১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৩৯ পূর্বাহ্ন

মোগল সাম্রাজ্যকে অহেতুক প্রাধান্য দিতে গিয়ে হিন্দু সাম্রাজ্যগুলো সম্পর্কে উদাসীন থেকেছেন ইতিহাসবিদরা। সম্প্রতি রাজধানী দিল্লির একটি বই প্রকাশ অনুষ্ঠানে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর এই উক্তি গোটা দেশে ক্ষোভের সৃষ্টি করেছে। তৃণমূল কংগ্রেস বলেছে, বিজেপি কি ইতিহাসও বদলে দিতে চাইছে? বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেছেন, ইতিহাস ইতিহাসের জায়গাতেই থাকবে। কেউ তাকে বদলাতে পারবে না। অমিত শাহ অভিযোগ করেন যে গুপ্ত বংশ বা আসামের অহম রাজাদের সম্পর্কে ইতিহাসবিদরা বেশি লেখেননি, কিন্তু মোগল সম্রাটদের সম্পর্কে বিশেষভাবে লেখা হয়েছে। তিনি আরও জানান, মোগল সম্রাটরা যে হিন্দু সম্রাটদের কাছে পরাস্ত হয়েছিলেন সেই কাহিনীও প্রতিভাত হয়নি। তিনি বলেন, মোগল সাম্রাজ্যের গরিমা দেখাতেই ব্যস্ত ছিলেন ইতিহাসবিদরা। অমিত শাহের এই বক্তব্যের প্রতিবাদ এসেছে ইতিহাসবিদদের পক্ষ থেকেও। তাঁরা বলেছেন, কারও স্বার্থে তথ্য বিকৃতি করা সম্ভব নয়। যা ঘটেছে তাই বলেছে ইতিহাস।
পাঠকের মতামত
আমি আরও কিছু বলব?
রাষ্ট্রীয় সন্ত্রাসীদের সবই করা সম্ভব, এরা জন্ম গত ভাবে মেরুদণ্ডহীন।
Eai omit shah tader pm varotke eakta borbor rashtre porinito korese ,eder kas teke eai rokom boktobboi ashbe etai shavabik.....
যে ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের বারান্দায় পর্যন্ত পড়াতে পারে নাই সে আর কি বলবে
এতো পাগলের আনাগোনা, ভারতে কি পাগলা গারদ নেই নাকি ?
Its a clear picture from Indian govt that they want to make their country with all Hindu religion people. They want to change history. Problem is common and educated people giving them support and that is the reason they are doing this kind works in whole India.
যেমন মগজ তেমন কথা । অমিত শাহ কে বিজ্ঞ কখনো মনে হয় নি আমার কাছে । তদ্রূপ মোদি ও । খুব বিজ্ঞ নন। দেশের অর্থনীতি ধ্বংসের দিকে তার আমলে শুরু । মুদ্রা নোট বাতিল তার প্রমাণ ।
হিমড়ার হাকা গজায় মরিবার লাগি!!